নরেন্দ্র মোদীর থেকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে জনতা মোদীর হাত ছেড়েছে। ভরাডুবি হয়েছে নির্বাচনে। সরকার চালানো নিয়ে আরএসএস-এর সঙ্গে মতবিরোধ হচ্ছে। বাবা রামদেবের মতো কট্টর মোদী সমর্থক পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, সরকার ব্যার্থ। এবার মোদীর প্রতি মোহভঙ্গ হল ব্রিটেনের রাজনীতিক, অর্থনীতিবিদ মেঘনাদ দেশায়ের।
কে এই মেঘনাদ দেশাই? জন্মসূত্রে ভারতীয়, বহু বছর লন্ডনের বাসিন্দা মেঘনাদ দেশাই ব্রিটেনের লেবার পার্টির পুরনো সদস্য। একসময়ে তিনি ছিলেন মোদীর কট্টর সমর্থক এবং স্বনিযুক্ত প্রচারক। কিন্তু এখন তিনি মোদীর কাজকর্মে হতাশ। সাড়ে চার বছরেই বুঝে গেছেন মোদীকে দিয়ে হবে না। মেঘনাদের নিজের কথায়, ‘সবাইকে নিয়ে চলতে পারেন না মোদী। কার সিদ্ধান্তে সব করেন। ভেবেছিলেন, তিনি একাই গুটিকয় আমলা নিয়ে দেশ চালাবেন। যেভাবে একসময় গুজরাট চালাতেন। শক্তপোক্ত একটা মন্ত্রিসভা তাঁর দরকার নেই। ফলে অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন। এখন লোকে হতাশ’।
এমনকী আগামী লোকসভা ভোটে মোদী ম্যাজিক কাজ করবে না বলেই মনে করেন মেঘনাদ। তাঁর কথায়, ‘অচ্ছে দিন তো এখনও এল না! ভোটাররা আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁকে ক্ষমতায় ফেরাবেন কি না, সে নিয়ে ঘোর সন্দেহ আছে’।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশাই খোলাখুলি বলেন, ‘মোদি বিরাট সুযোগ পেয়েও হারিয়েছেন। দলগতভাবে কাজ না করা, একার সিদ্ধান্তে চলাই শেষ পর্যন্ত তাঁর পতনের কারণ না হয়’! মোদী যে ঘাঘু রাজনীতিক সেটা দেশাই এখনও মানেন। কিন্তু তাঁর চোখে মোদী বড় মাপের জননেতা হলেও দলনেতা নন। অরুণ জেটলি এবং সুষমা স্বরাজ ছাড়া নিজের মন্ত্রিসভায় এমন একজনকেও রাখেননি, যাঁদের মন্ত্রিত্বের পূর্ব অভিজ্ঞতা আছে। সেখানে পূর্বতন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভার দিকে তাকিয়ে দেখুন! বলেছেন দেশাই। অন্তত ছ’জন দক্ষ, দাপুটে মন্ত্রী, যারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিলেন। প্রণব মুখার্জি, অর্জুন সিং, শারদ পাওয়ার এবং পি চিদম্বরম।
রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কেন্দ্র সরকারের লাগাতার সঙ্ঘাত নিয়েও প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন দেশাই। তাঁর কথায়, পর পর দুজন গভর্নরের পদত্যাগ কোনও শুভ লক্ষণ নয়। দেশাইয়ের ধারণা, মোদি নিজেও বোঝেননি যে পরিস্থিতি তাঁর পক্ষে এতটা বেহাল হয়ে যাবে। ফলে নিজেকে প্রমাণ করার জন্য আরও একবার ক্ষমতায় আসার সুযোগ চাওয়া ছাড়া এই মুহূর্তে তাঁর কিছু করারও নেই।
তাহলে আগামী লোকসভা ভোটে কী হবে? মোদী বা বা বিজেপি যে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, সে ব্যাপারে নিশ্চিত মেঘনাদ দেশাই। তঁার ধারণা, এনডিএ অথবা ইউপিএ–র নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় আসবে।