আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বড়দিনের সময় কনকনে ঠাণ্ডা থাকবে। কিন্তু তবুও বড়দিন উদযাপনে এতটুকুও খামতি রাখতে চাইছেনা কেউই। তাই গত ৭ বছরের মত এই বারেও পার্ক স্ট্রিটে পালিত হবে একই ভাবে। তবে যেহেতু, কলকাতার বাইরেও এই রাজ্যে খ্রিশ্চান ধর্মের মানুষ বাস করেন, তাই তাঁদের জন্যে এই উৎসবকে আরও বৃহত্তর করে কলকাতার বাইরেও ছড়িয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার আরও সাতটি শহরে পালিত হবে বড়দিনের উৎসব।
রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এবার এই বিশেষ উৎসব অনুষ্ঠিত হবে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, ব্যান্ডেল, চন্দননগর ও কৃষ্ণনগর এই সাত শহরের গির্জাগুলি আলোয় সাজানো হবে। চন্দননগরে তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।’
বড়দিনকে সামনে রেখে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছেন পর্যটন সচিব ও রাজ্য বিধানসভার মনোনীত সদস্য এম এস কালভার্ট। তাঁরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে একমাত্র ২৫ ডিসেম্বর ছাড়া প্রতিদিনই অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিবারই ২৫ ডিসেম্বর অ্যালেন পার্কে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। কারণ ওইদিন পার্ক স্ট্রিটে অসংখ্য মানুষ আসেন তাই অতিরিক্ত মানুষের ভিড়ে যাতে সমস্যা না হয়, তাই
ওইদিন কোনও অনুষ্ঠান করা হয় না। তবে এবারই প্রথম ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নামী ‘বাস্কার’ গ্রুপ (স্ট্রিট সিঙ্গার) এখানে অনুষ্ঠান করবে। ওইদিন সন্ধ্যা নামতেই পার্ক স্ট্রিট দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এবারও তাই হবে। ২৬ তারিখ থেকে ফের অ্যালেন পার্কে অনুষ্ঠান হবে। এবার প্রথম কলকাতা পুলিসের নিজস্ব ব্যান্ড ২৬ তারিখ অ্যালেন পার্কে অনুষ্ঠান করবে। পার্কের অনুষ্ঠানে নামী শিল্পীরাও যোগ দেবেন। ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠান পরিচালনা করবে তথ্য সংস্কৃতি দফতর। এবারই প্রথম সেরা সান্তা ক্লজ ও মাদার মেরি বাছাইয়ের প্রতিযোগিতা হবে।
বড়দিনের উৎসব উপলক্ষে পার্ক স্ট্রিট চত্বরে হরেক কিসিমের খাবারের স্টল খোলে পার্ক হোটেল। ওই হোটেলের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, পার্ক স্ট্রিটে ২৬টি ও অ্যালেন পার্কে ১০টি খাবারের স্টল করবে তারা। ওই স্টলে প্রতিদিনই খাবারের মেনুতে আনা হবে।
২০১১ ক্ষমতায় আসার পর মমতার উদ্যোগে বড়দিনের উৎসব শুরু হয়। এই উৎসবের অন্যতম উদ্দেশ্য ছিল পর্যটকদের আকৃষ্ট করা। ২৫ ডিসেম্বরের আগেই আলোকমালায় সেজে ওঠে পার্ক স্ট্রিট। আলোয় সাজানো হয় ক্যাথিড্রাল চার্চকেও। অ্যালেন পার্কে চলে বিশেষ অনুষ্ঠান। এবারও তাই হবে। আগামী ২১ ডিসেম্বর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন। ৩০ ডিসেম্বর পর্যন্ত বড়দিন উৎসব উপলক্ষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। পর্যটন দফতর ছাড়াও কলকাতা পুরসভা ও পার্ক হোটেল এই উৎসবে শামিল হচ্ছে।