ডার্বি হারের পরে মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কম করে গোলের হ্যাটট্রিকের মালা পরাতে পারত মোহনবাগান। কিন্তু শেষ পর্যন্ত হেনরির একমাত্র গোলে অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট পেল সবুজ-মেরুন।
ডার্বি ম্যাচের একাদশ থেকে একটিই পরিবর্তন ঘটেছিল মোহনবাগান। কার্ড দেখা কিংসলের পরিবর্তে গুরজিন্দর কুমারকে দিয়েই এদিন প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী।
সনি নর্দে নেই। তাই চেনা পরিচিত আগ্রাসী খেলাও উধাও। আগ্রাসন থাকলেও তাতে নেই ঝাঁঝ। বল পজেশনে অনেক এগিয়ে মোহনবাগান। মিনার্ভা মাঝেমাঝেই বিক্ষিপ্ত আক্রমণে উঠলেও মোহনবাগানের খেলা অনেক বেশি সদর্থক। তবে গোল আসছিল না। একের পর এক সুযোগ নষ্ট হচ্ছিল। কখনও বারপোস্টে বল লাগছিল, কখনও আবার ডিকা, হেনরিরা সহজ সুযোগ নষ্ট করছিলেন। আবার ওমর এল হুসেইনির বাঁক খাওয়ানো ফ্রি কিক বারে লেগে গোললাইনে ড্রপ করে।
ম্যাচের ভাগ্য যখন কার্যত ড্র-এর দিকে গড়াচ্ছে, তখনই বিশ্বমানের গোল হেনরি কিসেক্কার। মিনার্ভার স্টপার তুরে-কে বাঁ প্রান্তে পরাস্ত করে কার্যত অবিশ্বাস্য গোল করে যান বাঁ পায়ে। যথারীতি ম্যাচের সেরা তিনি। শেষ দিকে ওপোকুরা বেশ কয়েকবার আক্রমণ শানালেও সমতা ফেরাতে পারেনি।
৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে মোহনবাগান এখন ছ’ নম্বরে।