গুজরাটের গির জাতীয় উদ্যানই এশিয়াটিক সিংহদের সর্বশেষ আস্তানা। এই মুহূর্তে সারা পৃথিবীতে প্রায় ৫০০ এশিয়াটিক সিংহ আছে যার প্রায় সবটাই গিরে। কিন্তু সেখানেও কার্যত মড়ক লেগেছে। কিছুদিন আগেই নিজেদের মধ্যে মারামারিতে প্রাণ হারিয়েছিল দুটি সিংহ। এবার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তিনটি সিংহের।
সূত্রের খবর সোমবার রাত পৌনে একটা নাগাদ গির পূর্ব শাখার বোরালা গ্রামের কাছে লাইন পেরোতে গিয়ে মালগাড়িতে কাটা পড়ে ওই তিনটি সিংহ। তাদের মধ্যে দু’টি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহ ও একটি সিংহী। পিপাভাভ থেকে বোটাড যাচ্ছিল মালগাড়িটি। পুলিশ জানিয়েছে, ট্রেনের গতি সেই সময় কত ছিল তদন্ত করে দেখা হচ্ছে।
২০১৫ সালে জনগণনার হিসেবে গিরে মোট ৫২৩টি সিংহের আস্তানা ছিল। তাদের মধ্যে ১০৯টি পুরুষ, ২০১টি সিংহী এবং ১৪০টি সিংহশাবক।গত কয়েক বছরে ৩১-৩২টি সিংহ মারা যাচ্ছে প্রতি বর্ষায়। অক্টোবর মাসেই ১৮ দিনে ২১টি সিংহের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন পশুপ্রেমী সংগঠন এবং পরিবেশবিদরা। মৃত্যুর এই মিছিল জারি থাকলে পৃথিবী থেকে এশিয়াটিক সিংহের বিলুপ্ত হতে বাকি আর কয়েক বছর। এমনকি ভাইরাসের সংক্রমণেও সিংহের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। যে প্রজাতির সিংহ ইতিমধ্যেই কমে যাচ্ছে, তাদের দেখভালের প্রতি উদাসীনতার জন্য বনকর্মীদের দায়িত্ব নিয়ে উঠেছে প্রশ্ন।