প্রস্তুতি ম্যাচে খেললেও কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়া সফরে আর মাঠে নামা হল না তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ-র। গোড়ালিতে চোটের জন্য শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি। পৃথ্বীর পরিবর্তে দলে মায়াঙ্ক আগরওয়ালকে ডাকা হল। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ৩০ নভেম্বর প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন পৃথ্বী। আশা করা গিয়েছিল মেলবোর্নে তৃতীয় টেস্টে তিনি দলে ফিরবেন। হালকা অনুশীলনও শুরু করেছিলেন। কিন্তু পুরো সুস্থ হতে পারলেন না।
কর্ণাটকের মায়াঙ্ক আগরওয়াল প্রথম শ্রেমীর ক্রিকেটে যথেষ্ট বড় নাম। ৪৫ ম্যাচে করেছেন ৩৫২১। তাই মায়াঙ্কের উপরেই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দলে ছিলেন মায়াঙ্ক। কিন্তু প্রথম একাদশে ঠাঁই পাননি। আচমকাই অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাওয়ার পর মায়াঙ্ক বলেছেন, ‘একজন ক্রিকেটারকে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সবাইকে এটা মেনে নিতেও হয়। আপনাকে শুধু পারফর্ম করে যেতে হবে। সুযোগ একদিন আসবেই।’
এডিলেড ও পার্থে দলকে ভরসা দিতে পারেননি দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলি বিজয়। তাই পৃথ্বীর সুস্থতার দিকে তাকিয়ে ছিল টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন তরুণ ওপেনারটি। যার ফলে সুযোগ পান অস্ট্রেলিয়া সিরিজে। কিন্তু চোটের জন্য একটিও টেস্ট না খেলে ফিরতে হচ্ছে তাঁকে। এদিকে হার্দিক পাণ্ডিয়াকে বাকি দুটি টেস্টের জন্য ডেকে নেওয়া হয়েছে। এশিয়া কাপে চোটের জন্য তিনি ছিটকে গিয়েছিলেন। এখন তিনি সুস্থ। রনজিতে ভাল পারফরম্যান্স করেছেন। তাই মেলবোর্ন ও সিডনি টেস্টের জন্য ডেকে নেওয়া হল হার্দিককে।