ভারত অধিনায়ক বিরাট কোহলি সবসময়ই আলোচনার শিরোনামে থাকেন৷ তিনি যাই করেন, যাই বলেন সেটাই আলোচ্য বিষয় হয়ে ওঠে৷ কিছুদিন আগেই অ্যাডিলেডে টেস্ট চলাকালীন ভাইরাল হয়েছিল ক্রিজে দাঁড়িয়ে বিরাটের নাচ৷ আর এবার প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহের কোপ পড়ল বিরাটের ওপর৷ নাসিরুদ্দিন টুইট করে লিখলেন, “বিরাট কোহলি বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যান হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের সবথেকে অভদ্র খেলোয়াড়। ঔদ্ধত্য ও খারাপ ব্যবহারের জন্য তাঁর ক্রিকেটীয় প্রতিভা ফিকে হয়ে যায়। আর হ্যাঁ, এই মন্তব্যের জন্য আমি দেশ ছাড়তে রাজি নই।”
ঘটনার সূত্রপাত কিছুদিন আগে৷ সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যানদের সঙ্গে কথা বলার সময় এক ভারতীয় ফ্যান বিরাটকে বলেছিলেন, বিরাটের খেলা তাঁর ভালো লাগে না। ভারতীয় ব্যাটসম্যানদের তাঁর ওভাররেটেড মনে হয়। তার চেয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বেশি পছন্দ করেন তিনি। ফ্যানের করা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরাট জবাব দিয়েছিলেন, তাঁর উচিত ভারতে না থাকা। বিরাটকে তাঁর পছন্দ নাই হতে পারে। তবে ভারতে থেকে অন্য দেশের খেলোয়াড়দের পছন্দ করলে তাঁর উচিত সেই দেশে গিয়ে থাকা।
বিরাটের কথার প্রেক্ষিতেই নাসিরুদ্দিন ‘দেশ না ছাড়ার কথা’ লিখেছেন৷ বিরাটের ওই মন্তব্যের পরে বেশ ভালোরকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে৷ অনেকে বলেছিলেন, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার সময় তো বিরাট বলতেন তাঁর প্রিয় খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। তাহলে বিরাটও দক্ষিণ আফ্রিকায় গিয়ে থাকুন। কেউ কেউ তাঁর পাশেই ছিলেন৷
একই ভাবে নাসিরুদ্দিনের টুইটের পরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ একদল নাসিরুদ্দিনকে সমর্থন করে বলেছেন, ঠিকই বলেছেন বর্ষীয়ান অভিনেতা। খেলাটাই শেষ কথা নয়, শচীন, রাহুল দ্রাবিড়দের দেখে ব্যবহার শেখা উচিত বিরাটের। আবার কেউ বলেছেন, কোহলির দেশপ্রেম, দেশের জন্য তাঁর পরিশ্রম, তাঁর খেলাটাকেই সম্মান করা উচিত। কোথায় তিনি কী বললেন, সেটা না দেখলেও চলবে।
বিরাট মানেই তো আগ্রাসন৷ বিরাট মানেই সমালোচনা৷ তার জন্য তিনবারের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ যতই বিরাটকে কাঠগড়ায় দাঁড় করান, বিরাট যে ঠিক এসব কাটিয়ে উঠবে, এমনটাই মত বিরাট অনুগামীদের৷