স্প্যানিশ লা লিগায় গতকাল নিজের ৩১তম হ্যাটট্রিকের দেখা পেলেন লিওনেল মেসি। তার জ্বলে উঠার দিনে লিগে লেভান্তেকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। লেভান্তেকে ৫-০ গোলে বিধ্বস্ত করল বার্সেলোনা। আর পাঁচ গোলের মধ্যে ৩টি গোলই করেছেন মেসি। বাকি ২টি গোল সতীর্থদের দিয়ে করান।
রবিবার রাতে লেভান্তের মাঠেই এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতে দলের হয়ে গোল করেন লুইস সুয়ারেজ। ৩৫ মিনিটে লিওনেল মেসির পাসে বল পেয়ে ভল্যিতে গোল করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ৮ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সার্জিও বুসকেটসের বাড়ানো লম্বা পাসে কোনাকুনি শটে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই ফের গোল করেন মেসি। ৪৭ মিনিটে জর্দি আলবা থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে বল পাঠাতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। পরে ৬০ মিনিটে তিনি আরো একটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। আরতুরো ভিদালের থেকে বল পেয়ে বাঁ পায়ের আলতো টোকায় লিগে সর্বোচ্চ ১৪ গোল উদযাপন করেন তিনি।
৮৮ মিনিটে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকের গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। মেসি থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন এই তারকা ।
অপরদিকে কোনো গোল পরিশোধ করতে না পেরে বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে লেভান্তে।
১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। একই ম্যাচ ও পয়েন্ট ব্যবধানে তৃতীয় অবস্থানে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ২৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ।