দারুণ ছন্দে রয়েছে লিভারপুল। জয়রথ ছুটছেই চলেছে দলটির। এবার রেড ডেভিলসদের উড়িয়ে দিল অলরেডরা। ৩-১ গোলে হারিয়েছে তারা। দুর্দান্ত এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল জার্গেন ক্লপের শিষ্যরা।
রোববার রাতে অ্যানফিল্ডে ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। শুরু থেকে ইউনাইটেডের রক্ষণে মুহুমুর্হু আক্রমণ চালায় লিভারপুল। একের পর এক আক্রমণে অতিথিদের ঠেসে ধরে তারা। একটু বিলম্বে হলেও সাফল্য আসে। ২৪ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে লিড এনে দেন সাদিও মানে। ফাবিনহোর উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের ভলিতে গোলটি করেন তিনি।
তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। ৩৩ মিনিটে গোলকিপার আলিসনের ভুলের খেসারত গুনে গোল খেয়ে বসে।
৭০ মিনিটে নাবি কেইটার বদলি মাঠে নেমে জাদু দেখান শাকিরি। ৭৩ ও ৮০ মিনিটে দুটি গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে লিগ পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে রেডরা।
দারুণ এ জয়ে ১৭ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৯।