রাজ্য পাশ-ফেল চালু করতে প্রস্তুত। কিন্তু এ বিষয়ে নির্দেশিকা জারি করা তো দূর, কোনও রকম উচ্চবাচ্যই করছে না কেন্দ্র। পাশ-ফেল চালু নিয়ে অনিশ্চয়তার জন্য এভাবেই কেন্দ্র সরকারকে দুষলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শুক্রবার নির্মল বিদ্যালয় অভিযানের পুরষ্কার প্রদান অনুষ্ঠানের পর পাশ-ফেল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই পাশ-ফেল ফিরুক। এ নিয়ে কেন্দ্রকে অনেক আগে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্র এ ব্যাপারে চুপ। আমরা প্রস্তুত। এবার কেন্দ্র যা হয় একটা কিছু বলুক। আমরা জানতে চাই কেন্দ্র কী চায়। তারপর আমরা বুঝবো কি করবো। শুধু মুখের ভাষণে কাজ হবে না। নির্দেশিকা জারি করাটাও জরুরি।’
প্রসঙ্গত, পঞ্চম ও অষ্টমে পাশ-ফেল ফেরানো নিয়ে এই সংক্রান্ত আইটির সংশোধনী লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় পেশই হয়নি। ফলে বিষয়টি এখনও কার্যকর হয়নি। এদিকে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর একমাসও বাকি নেই। কিন্তু এখনও পাশ-ফেল নিয়ে কেন্দ্র কোনও নির্দেশিকা জারি না করায় তা চালু করা যাচ্ছে না। এখনও এই সংক্রান্ত আইনে কেন্দ্র এখনও কোনও সংশোধনী না আনার ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল চালু সম্ভব নয় বলেই মনে করছে স্কুল শিক্ষা দফতর।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের উদ্বেগ জানিয়ে সচেতন থাকতে বলেছিলাম। কিভাবে সচেতন থাকবে, কী ব্যবস্থা নেবে সেটা তাদের ব্যাপার। পরীক্ষা কেন্দ্রের বাইরের দায়িত্ব সরকারের। জেলা প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে দফতর কথা বলছে।’