শেষ পর্যন্ত অভিজ্ঞতারই জয় হল। রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসছেন অশোক গেহলট। আজ শুক্রবার দুপুরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজস্থান কংগ্রেসের পর্যবেক্ষক কে সি ভেনুগোপাল। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন সচিন পাইলট। ভেনুগোপাল বলেন, ‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এই সিদ্ধান্ত নিয়েছেন।‘
রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ দাবি করে গোঁ ধরে ছিলেন সচিন পাইলট। তাঁর সমর্থকরাও কংগ্রেসের দফতরের সামনে এসে স্লোগান দিয়েছেন। রাহুলের অন্যতম পছন্দের পাত্রও সচিন।
সচিন পাইলটের যুক্তি ছিল, চারবছরে কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করেছেন তিনি। গেহলতের পাঁচ বছরের শাসনে অতিষ্ঠ হয়েই মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। অন্যদিকে অভিজ্ঞতার নিরিখে এগিয়ে ছিলেন অশোক গেহলত। তিনিও মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ ছিলেন। দুই নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাহুল গান্ধী। কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত ১০ জনপথে সনিয়া গান্ধীর আবাসে বৈঠকে বসেন প্রিয়াঙ্কা, সনিয়া ও রাহুল। সেখানে সনিয়া ও প্রিয়াঙ্কা অশোক গেহলতের হয়ে সওয়াল করেন বলে সূত্রের খবর। যদিও রাহুল গান্ধী চাইছিলেন নবীন নেতা সচিন পাইলটকে। কিন্তু গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক গেহলতের ভাগ্যেই শিকে ছিঁড়ল।
৬৭ বছরের অশোক গেহলট এর আগে দুবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। প্রথম দফায় ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি। এবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন কংগ্রেসের এই প্রবীন নেতা।