বিজেপি নেতা দিলীপ ঘোষ, জয় ব্যানার্জির পর এবার বিজেপির নেত্রী রাজকুমারী কেশরী। কুকথা, হুমকির স্রোত চলছেই। একটি সভায় বক্তব্য পেশ করতে গিয়ে রীতিমতো হুমকি দিয়ে রাজকুমারী বলেন, ক্ষমতায় এলে বাংলাতেও ‘যোগী রাজত্ব’ চালু হবে। করা হবে এনকাউন্টার। সে জন্য তালিকাও তৈরি হয়ে গেছে বলে হুঁশিয়ারি দেন বঙ্গ বিজেপির এই নেত্রী।
গত কাল সন্ধ্যায়৩ তৃণমূল নেতাকে বোমা, গুলি ছুঁড়ে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত করছে সিআইডি। তার মধ্যেই এমন এনকাউন্টারের হুমকি দিলেন বিজেপি নেত্রী।
দুর্গাপুরের সভামঞ্চে দাঁড়িয়ে রাজকুমারী কেশরী হুমকির সুরে বলেন, ‘বিজেপি বাংলায় ক্ষমতায় এলে এখানেও যোগী রাজ্যের মতো এনকাউন্টার করা হবে’। তাঁর কথায়, ‘দিল্লি থেকে রাজ্য পর্যন্ত দলের সব নেতারাই বলেছেন তালিকা তৈরি করতে। বিজেপি আসছে বাংলার মাটিতে। কাকে কাকে এনকাউন্টার করতে হবে সে আমরা বুঝে নেব’।
তবে এটাই প্রথমবার নয়। অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ শানিয়ে শিরোনামে এসেছিলেন রাজ্য বিজেপির এই নেত্রী। ‘ক্ষমতায় এলে দিদি-কে কুকুরের মতো ছুটিয়ে ছুটিয়ে পেটাব’, বলেও মন্তব্য করেছিলেন তিনি। চলতি বছরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেত রাজকুমারী কেশরী বলেছিলেন, ‘দিদি মোদীবাবার কাছে ভিক্ষা চাইতে দিল্লি যায়’! এবার বাংলায় যোগী রাজত্বের মতো এনকাউন্টার চালুর হুমকি দিলেন তিনি।