সেমিফাইনালেই ৫ রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সদ্য প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফল দেখে যে স্বয়ং মোদীরও ৫৬ ইঞ্চির বুক কেঁপেছে, তা বলাই বাহুল্য। এরমধ্যেই বিরোধীদের পালে আরও হাওয়া যোগাতে এসে গেল ‘কোরাপ্ট মোদী ম্যাচ’ নামক একটি অনলাইন গেম।
তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে বৈঠক চলাকালীনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে এই অনলাইন গেম বাজারে এনে বিজেপিকে আবারও আক্রমণ করল কংগ্রেস। বৃহস্পতিবারই কংগ্রেসের অফিশিয়াল টুইটার পোস্টে শেয়ার করা হয় এই ‘কোরাপ্ট মোদী ম্যাচ’ গেমটির তথ্য৷ সঙ্গে ব্যঙ্গ করে লেখা, তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানার আগে পর্যন্ত মোদীর দুর্নীতিগুলো একবার দেখে নিন।
‘কোরাপ্ট মোদী ম্যাচ’ একটি জিগজ্যাগ পাজলের গেম। গেমটির বিশেষত্ব এই যে, এর মধ্যে রয়েছে বিগত পাঁচ বছরে মোদীর নাম জড়িয়ে যাওয়া দুর্নীতিগুলি নিয়ে এক টানটান পলিটিক্যাল স্যাটায়ার। মোদ্দা কথা, এই গেমের মাধ্যমে বিজেপির শাসনকালে দেশের দুর্নীতিগুলো দেখানো হয়েছে। রাফাল কেলেঙ্কারির পাশাপাশি রয়েছে নীরব মোদী, বিজয় মালিয়া, আদানি গোষ্ঠী, মোদিগেট, ই-টেন্ডার, মাইনিং কেলেঙ্কারির মতো দুর্নীতির নাম।
গেমটি খুললে দেখা যাচ্ছে মোট ২৪টি খোপ রয়েছে। বিজেপির শাসনকালে মোট ১২টি কেলেঙ্কারির নাম দু’বার করে রাখা হয়েছে। দু’বার একই দুর্নীতি খুললেই, একটা করে সেট খুলে যাবে। কংগ্রেসের কর্মী-সমর্থকদের পাশাপাশি বিজেপি বিরোধী দলগুলির কাছেও এই অনলাইন গেম ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে৷
প্রসঙ্গত, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। বিধানসভায় বড় জয়ের পর থেকে বিজেপিকে ক্রমাগত আক্রমণ শুরু করেছেন কংগ্রেস নেতৃত্বও। আত্মবিশ্বাস ফিরে পেয়ে ইতিমধ্যে বাকি বিরোধীরাও নেমে পড়েছে আসরে। এর ফলে কার্যত ব্যাকফুটেই বিজেপি। এই গেমও আসলে বিরোধীদের পক্ষ থেকে কেন্দ্রকে চাপে রাখার এক কৌশল, এমনটাই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।