গত ৪ বছরে ৮৪ টি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে বিমানভাড়াতেই খরচ হয়েছে ২০০০ কোটি টাকার বেশী। বিরোধীদের অভিযোগ নয়, ক্ষমতায় আসার পর থেকে গত সাড়ে চার বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফররের এই হিসাব সংসদে পেশ করেছেন প্রধানমন্ত্রীরই সহকর্মী, বিদেমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহ।
রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে তথ্য চান কেরলের সিপিএম সাংসদ বিনয় বিশ্বম। জানতে চান, প্রধানমন্ত্রী হওয়ার পর গত সাড়ে চার বছরে মোদী কতগুলি দেশ সফর করেছেন। এই সফরগুলিতে তাঁর সফরসঙ্গী কারা কারা ছিলেন, কী কী চুক্তি স্বাক্ষর হয়েছে এবং এয়ার ইন্ডিয়াকে কত টাকা দিতে হয়েছে এসব তথ্যও চান বিশ্বম।
এরই জবাবে ভি কে সিংহ ১৫ জুন, ২০১৪ থেকে ৩ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত প্রায় সাড়ে চার বছরের হিসাব পেশ করেন। সেখান থেকেই জানা যায়, এই সময়ের মধ্যে ৮৪টি দেশ সফর করেছেন মোদী। ভি.কে.সিং জানান ‘২০১৫-১৬ সালে সবথেকে বেশি ২৪ টি রাষ্ট্র সফর করেন নরেন্দ্র মোদী। ২০১৬-১৭ সালে ১৮ টি দেশ এবং ২০১৭-১৮ সালে ১৯ টি দেশ সফর করেন। ২০১৪-১৫ সালে ১৩ টি দেশ সফর করেন মোদি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে বসার কয়েকদিনের মধ্যেই ভূটান সফর দিয়ে শুরু হয় মোদির বিদেশ যাত্রা। আর গত জুনে চীন সফরের মধ্যে দিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ১০ টি দেশ সফর করেছেন মোদি। চার্টার্ড বিমানের জন্য ২০১৪-১৫ সালে মোট খরচ হয়েছিল ৯৩.৭৬ কোটি। ২০১৫-১৬ সালে খরচ হয় ১১৭ কোটি, ২০১৬-১৭ সালে ৭৬.২৭ কোটি এবং ২০১৭-১৮ সালে ব্যয় হয়েছিল ৯৯.৩২ কোটি টাকা। সেই সব বিদেশভ্রমণে মোট খরচ হয়েছে ২০১২১.৫৮ কোটি টাকা’।
‘এনআরআই’ প্রধানমন্ত্রী বলে বিরোধীরা বরাবরই কটাক্ষ করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ব্যঙ্গ-বিদ্রুপও কম হয়নি। তার মধ্যেই লোকসভা ভোটের আগে মোদীর সফরের এই বিপুল খরচ নিয়ে বিরোধীরা নতুন করে অস্ত্র পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।