‘বি’ গ্রুপে টোটেনহ্যাম ও ইন্টার মিলান দুই দলেরই পয়েন্ট ৭। আর এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বার্সেলোনার হারানোর কিছু নেই। পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে কাতালানদের সংগ্রহ ১৩ পয়েন্ট। আজ বার্সার মাঠে টোটেনহ্যামের বাঁচামরার ম্যাচ। সান সিরো স্টেডিয়ামে নেদারল্যান্ডসের পিএসভি আইনদোভেনের বিরুদ্ধে মাঠে নামবে ইন্টার। পাঁচ ম্যাচে ১ ড্রয়ের বিপরীতে চারটিতেই হার দেখে পিএসভি। পয়েন্ট সমান হলেও হেড-টু-হেড অ্যাওয়ে গোলে ইন্টারের চেয়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। গ্রুপপর্বের শেষ ম্যাচের পরও পয়েন্ট সমান থাকলে নকআউট পর্বে উঠে যাবে স্পাররা। ইন্টার মিলানের সামনে একটাই পথ খোলা, পয়েন্টে টটেনহ্যামকে পেছনে ফেলতে হবে। ইন্টারের মাঠে ইনজুরি সময়ের গোলে ২-১ ব্যবধানে হারের পর ওয়েম্বলিতে ১-০ গোলের জয়ে লড়াইয়ে ফেরে টটেনহ্যাম। শেষম্যাচে প্রতিপক্ষ বার্সা বলেই টটেনহ্যামের জন্য অগ্নিপরীক্ষা। ৩৬ বছর পর ন্যু ক্যাম্পে খেলতে নামছে টটেনহ্যাম। প্রতিযোগিতামূলক ফুটবলে অতীতে এক বারই কেবল দুইদল মুখোমুখি হয়েছিল। ১৯৮১-৮২ ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সার মাঠে ১-০ গোলে হার (২-১ অ্যাগ্রিগেট) দেখেছিল টোটেনহ্যাম।
আগেই নক-আউটে চলে যাওয়ায় এই ম্যাচে বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে দলের জুনিয়র ফুটবলারদের সুযোগ দিতে পারেন বলে খবর। তবে মেসি খেলবেন বলেই জানিয়েছেন তিনি। তবে হাঁটুর চোটের কারণে এই ম্যাচে লুইস সুয়ারেসের খেলার সম্ভাবনা কম। ভালভার্দে বলছেন, ‘‘ইন্টার মিলান নয়। নক-আউটে চলে গেলেও টটেনহ্যামের বিরুদ্ধে হালকা মেজাজে খেলার কোনও পরিকল্পনা নেই আমাদের।’’