গোকুলাম এফ সি–র বিরুদ্ধে জয়ে ইস্টবেঙ্গল শিবিরের মনোবল বেড়েছে। রবিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং পিচে রিকভারি সেশনে ফুটবলারদের শরীরী ভাষায় চাপমুক্তির ছবিটা নজরে এসেছে। ডার্বির আগে যেটা নিঃসন্দেহে ইতিবাচক দিক দলের পক্ষে। গোকুলাম ম্যাচ জেতার পরই আত্মবিশ্বাসী সুরে ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো বলেন, ‘ডার্বির আগে তিন ম্যাচের হারের ধাক্কা ভুলে সাফল্যের রাস্তায় ফেরাটা অবশ্যই গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ফুটবলারদের খেলায় উন্নতি হয়েছে। তবে যেটুকু ভুলত্রুটি আছে, তা শোধরানোর কাজটা সেরে ফেলার সময় হাতে আছে। ডার্বি বলে নয়, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। জেতার লক্ষ্যেই পরের ম্যাচের জন্য তৈরি হবে ফুটলাররা।’ দল গোছানোর আগে তরতাজা হতে ফুটবলারদের দু’দিন বিশ্রাম দিয়েছেন কোচ আলেসান্দ্রো। তবে তাতে পাঁজরে চোট পাওয়া স্ট্রাইকার এনরিকে ডার্বির আগে কতটা সুস্থ হবেন, সেটা বলা মুশকিল। কারণ রবিবার সল্টলেকের মাঠে এলেও অনুশীলনে নামতে পারেননি।
এনরিকের পাঁজরের ব্যথা এখনও কমেনি। মাঠে এলেও বসে ছিলেন কষ্ট করে। তাঁকে ডাক্তার আপাতত দু’দিন বিশ্রাম নিতে বলেছেন। তার পর কেমন থাকেন, সেটা বুঝে মাঠে নামা। এনরিকের শারীরিক অবস্থার কথা বুঝেই আজ বা কালকের মধ্যে আমনার পরিবর্তকে আনার চেষ্টা করছেন কোয়েস ইস্টবেঙ্গল কর্তারা। আরেক স্প্যানিশ স্ট্রাইকার জাইমে স্যান্টোস কোলাডোর আন্তর্জাতিক ছাড়পত্র এসে যাওয়ায় তাঁকে ডার্বির আগেই আমনার বদলি ফুটবলারের সঙ্গে সই পর্ব সেরে ফেলতে চাইছেন তাঁরা। এদিকে, গোকুলাম ম্যাচে গোল খাওয়া নিয়ে সমালোচনা পছন্দ নয় চিফ কোচ আলেসান্দ্রোর। তাঁর কাছে জয়টাই আসল ব্যাপার। এ ছাড়া জনি অ্যাকস্টাকে বসিয়ে সালামকে খেলানোয় স্টপারে জমাট ভাব এসেছে গোকুলাম ম্যাচে, এটা মানতে নারাজ আলেসান্দ্রো। ডার্বিতেও অ্যাকস্টাকে বসিয়ে সালামকে খেলানো হবে কি না, এই প্রশ্নে ইস্টবেঙ্গল চিফ কোচের জবাব, এদিন তাঁর মনে হয়েছিল সালামকে খেলানো দরকার, তাই খেলিয়েছেন। পরের ম্যাচে একই দল খেলবে, এমন কোনও কথা নেই। ডার্বিতে প্রতিপক্ষের শক্তি বুঝে দল গোছাবেন।
(সংগৃহীত)