খেলাটা দেখে একবারও মনে হয়নি এই টেস্ট ম্যাচ এভাবে গিয়ে শেষ হতে পারে। কিন্তু যত দিন এগিয়েছে ক্রমশ ম্যাচের চরিত্র বদলাতে শুরু করেছিল। ম্যাচ পাঁচ দিন তো গড়িয়েছেই সঙ্গে শেষ দিনে তা গিয়ে পৌঁছেছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে। তবে শেষ হাসি হেসেছে ভারত। অস্ট্রেলিয়ার বুকে চার ম্যাচের টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে নেমে শুরুটা দারুণভাবে করে দিল বিরাট কোহলির দল। আগেই অধিনায়ক বলে দিয়েছিলেন, আগে যে ভুলগুলো হয়েছিল সেগুলো আর তিনি করবেন না। হয়তো সেই ভুল শুধরেই শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিতে পারল ভারত। ১০ বছর পর অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে তাদেরই ঘরের মাটিতে টেস্ট ম্যাচ জিতল ভারত। শুরু থেকেই ভারতের বোলিং অ্যাটাকে বেসামাল অজি ব্রিগেড৷ ১১টি ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড করলেন ঋষভ পন্থ৷
অ্যাডিলেড ওভালে চতুর্থ দিন যেখানে থেমেছিল অস্ট্রেলিয়া মনেই হয়েছিল জয়ের রান তুলে নেওয়া তাদের জন্য সহজ হবে না। ১০৪/৪এ তখন ৩১ রানে মার্শ ও ১১ রানে হেড ব্যাট করছিলেন। শেষ সকালের শুরুটা অবশ্য ভাল হয়নি। হেড আর মাত্র তিন রানই যোগ করতে পেরেছিলেন। এর পর মার্শের সঙ্গে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন অধিনায়ক টিম পাইন।
মার্শ আউট হন ৬০ রানে। টিম পাইনের রান ৪১। এর পর কামিন্স ২৮, স্টার্ক ২৮ রানে ফিরে গেলে ভারতের আবার আশা জেগে ওঠে। নাথান লিয়ঁ দীর্ঘ সময় লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ২৯১ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। ৩১ রানে প্রথম টেস্ট জিতে নিল ভারত।