অ্যাডিলেড ওভালে ভারত-অষ্ট্রেলিয়া টেস্ট ম্যাচ এবার ঘটনার ঘনঘটায় পরিপূর্ণ৷ যদিও বা তৃতীয় দিনের পরে বৃষ্টির দুশ্চিন্তা দূর হওয়ার পরে দেখা গেল ভারতই এগিয়ে আছে৷ তবে এতো গেল তৃতীয় দিনের কথা৷ চমক তো লুকিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারে৷ দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার প্রথম ওভারেই ইশান্ত শর্মার দুর্দান্ত ডেলিভারিতে অ্যারন ফিঞ্চ আউট হওয়ার পর বিরাটের সেলিব্রেশন নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর সেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে আলোচনা কম হয়নি। যদিও নেটিজেনরা বলেছেন, দিনের শুরুতেই ফিঞ্চের মত গুরুত্বপূর্ণ উইকেট পেয়ে যাওয়াতে বিরাট একটু বেশীই খুশি হয়ে গিয়েছিলেন৷
তবে চমক ছিল শনিবারেও৷ তৃতীয় দিনেও বিরাট ঘটালেন এক মজার কাণ্ড। বৃষ্টির ধাক্কায় থমকে গিয়েছিল তৃতীয় দিনের খেলা। খেলা শুরু হতেই বিরাট ফিরলেন স্বমহিমায়। স্লিপে ফিল্ডিং করছিলেন। আর সেখানেই দেখা গেল বেশ নেচে নেচেই ফিল্ডিং সামলাচ্ছেন ভারত অধিনায়ক। বিরাটের এই নাচ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
সেই ভিডিও তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে পোস্ট করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেখানে ক্যাপশন দেওয়া হল, ‘বিরাট এটা পছন্দ করে।’ আসলে স্লিপে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হাঁপিয়ে উঠেছিলেন বিরাট। শেষমেশ নিজেকে নিজেই উজ্জীবিত করে নিলেন। স্লিপে দাঁড়িয়ে তালে তালে নাচলেন। দর্শকরা দিলেন হাততালিও।
দেশে কিংবা বিদেশে সবসময়েই আলোচনার শীর্ষে থাকেন বিরাট৷ সমালোচনা তাঁর পিছু ছাড়ে না৷ তবে সমালোচিত কোহলি যে আরো দৃঢ়প্রতিজ্ঞ কোহলি সেটাই দেখল অ্যাডিলেড৷ যে সময়টা ভারতের বিপক্ষে চলে যাচ্ছিল ঠিক তখনই চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে সমতা ফেরালেন কোহলি৷ তাঁদের চতুর্থ উইকেটে ৭১ রানের পার্টনারশিপ খারাপ হয়ে আসা উইকেটের চরিত্র বিচারে প্রায় ১৭১ রানের সমান৷ দিনের শেষে ১৬৬রানে এগিয়ে ভারত৷ যে ভাবে পিচে অফস্পিনারের আদর্শ ক্ষত তৈরি হয়েছে, যেভাবে নেথান লায়নের বল সেখানে পড়ে ফণা তুলছে, তাতে ‘বিরাট’ হাসিই হাসছে ভারত৷