এডিলেড টেস্টে জাঁকিয়ে বসেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে সাত উইকেট হাতে নিয়ে ১৬৬ রানে এগিয়ে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের সংগ্রহ ছিল ২৫০ রান।ম্যাচের বাকি আরও দু’দিন। উইকেটে আছেন চেতেশ্বর পুজারা (৪০) ও অজিঙ্ক রাহানে (১)। তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে তুলেছে ১৫১/৩।
তৃতীয় দিনের শুরুতে ১৯১/৭ নিয়ে খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। তাদের প্রথম ইনিংস থামে ২৩৫ রানে। ভারত এগিয়েছিল ১৫ রানে। এদিন স্টার্ককে শুরুতে ফেরান বুমরা। তারপর পরপর দুটি বলে ট্রাভিস হেড ও জোস হ্যাজলেউডকে তুলে নেন মহম্মদ সামি। অসিদের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল ট্রাভিস হেডের হাতে। তিনি শেষপর্যন্ত থামলেন ৭২ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল অশ্বিন ও বুমরা। দু’জনেই ৩টি করে উইকেট পান। ২টি করে উইকেট পান ইশান্ত ও সামি।
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালই করেছিল ভারত। লোকেশ রাহুল ও মুরলি বিজয় প্রথম উইকেটের জুটিতে ৬৩ রান যোগ করেন। এরপরেই স্টার্কের বলে ক্যাচ দিয়ে ফিরে যান বিজয় (১৮)। তারপরেই ফিরে যান লোকেশ রাহুল (৪৪)। বলা ভাল উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। হ্যাজলেউডের বল মারতে গিয়ে উইকেটের পিছনে টিম পাইনকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। এরপর উইকেটে আসেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক ও পুজারা তৃতীয় উইকেটে যোগ করেন ৭১ রান। এরপরেই নাথান লায়নের বলে ক্যাচ আউট হয়ে যান বিরাট (৩৪)। অবশ্য প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পুজারাকে লক্ষ্যে অবিচল দেখাচ্ছে। ৪০ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থদিন সকালে রাহানে–পুজারাকে দায়িত্ব নিতে হবে। লায়নকে কিন্তু ভয়ঙ্কর দেখাচ্ছে। এদিন বিরাটকে তুলে নিলেন। বাকি দুটি উইকেট নিয়েছেন হ্যাজলেউড ও স্টার্ক। এই উইকেটে চতুর্থ ইনিংসে অশ্বিন কতটা ভয়ঙ্কর হতে পারবেন, তার উপর নির্ভর করছে এডিলেড টেস্টে ভারতের ভাগ্য।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে) :
ভারত প্রথম ইনিংস : ২৫০/১০, ৮৮ ওভার (পূজারা ১২৩, রোহিত ৩৭, হ্যাজেলউড ৩/৫২)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২৩৫/১০, ৯৮.৪ ওভার (হেড ৭২, হ্যান্ডসকম্ব ৩৪, বুমরাহ ৩/৪৭)।
ভারত দ্বিতীয় ইনিংস : ১৫১/৩, ৬১ ওভার (রাহুল ৪৪, পূজারা ৪০*, স্টার্ক ১/১৮)।