আকাশপথে পরিবহণের নতুন দিশা দেখাতে রাজ্যে তৈরি হয়েছে ২৭ টি নতুন হেলিপ্যাড। সেগুলি এখন পুরোদস্তুর ব্যবহার হচ্ছে বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবছর ৭ ডিসেম্বর অসামরিক বিমান পরিবহন দিবস হিসাবে পালিত হয়। তাই আজ শুক্রবার এই নিয়ে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী। ওই টুইটে লেখেন, ‘আজ অসামরিক বিমান পরিবহন দিবস। ২৭ টি হেলিপ্যাড নির্মান শেষে এখন ব্যবহার করা হচ্ছে। মালদহ, বালুরঘাট, দীঘা এবং গঙ্গাসাগর পর্যন্ত কম খরচে হেলিকপ্টার পরিষেবাও চালু করা হয়েছে’। চলতি বছরের মে মাস থেকে এইসব হেলিপ্যাড ব্যবহার হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের জুন মাসে রাজ্যের জেলা সদর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে হেলিপ্যাড স্থাপনের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুয়যায়ী কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, জয়গাঁও, চালসা, বালুরঘাট, মালদহ, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিনিকেতন, বাঁকুড়া, ছররা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দীঘা, হলদিয়া, আরামবাগ, চুঁচুড়া, বসিরহাট, বনগাঁ, ক্যানিং, সাগর, ডুমুরজলা, বেহালা, পুরুলিয়া, ফালাকাটা এবং মুকুটমণিপুরে তৈরি হয়েছে হেলিপ্যাড। রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রাজ্যের পূর্ত দফতর। সমগ্র প্রকল্পটি পরিচালনা করেছে রাজ্যের পরিবহন দফতর। হেলিপ্যাড নির্মানের কাজ শেষ হওয়ার পর চলতি বছরের মে মাস থেকে এইসব এলাকায় হেলিপ্যাড ব্যবহার শুরু হয়েছে।
