“ঠিক বলেছে ভিভিএস লক্ষণ। গ্রেগ চ্যাপেলের কারণেই ভেঙে গিয়েছেল ভারতীয় ক্রিকেটের সুখের সংসার। যা তিনি নিজের হাতে করে গড়ে তুলেছিলেন।”
এই ভাবেই ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনীতে গ্রেগ চ্যাপেলকে ভারতীয় দল ভাঙার কারিগর রূপে তুলে ধরাকে সমর্থন করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সোমবার সিউড়িতে আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের উদ্বোধন করতে এলে তাঁকে প্রশ্ন করা হয়, লক্ষ্মণ আত্মজীবনীতে লিখেছেন গ্রেগ চ্যাপেলের সময়েই দলটা ভেঙে গিয়েছিল। কী বলবেন? তার উত্তরে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আমি পড়েছি, ঠিকই বলেছে।’
গ্রেগ চ্যাপেলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অহিনকূল সম্পর্ক সর্বজনবিদিত। গ্রেগ চ্যাপেল কোচ থাকাকালীন ভারতীয় দল থেকে বাদ পড়েন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ। একাধিকবার গ্রেগ চ্যাপেল নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে এখন অনেক ক্রিকেটারই গ্রেগ চ্যাপেলের উপর তাঁদের ক্ষোভ উগরে দিচ্ছেন। সম্প্রতি ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনীতে কোচ হিসেবে গ্রেগ চ্যাপেলের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে। এদিন তাঁর বক্তব্যকেই সমর্থন করলেন সৌরভ।