বিজেপির রথযাত্রায় ‘রক্তাক্ত’ হতে হবে তৃণমূল সমর্থকদের! আবারও প্রকাশ্যেই এমন হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরুলিয়ার এক জনসভায় দিলীপ কোনও রাখঢাক না করেই বললেন, ‘তৃণমূলের লোকেরা রথের সামনে এলে শহিদ হতে হবে তাঁদের।’
শুক্রবার পুরুলিয়ার পাড়া ব্লকের আনাড়ার জনসভায় দিলীপের ফাঁকা আওয়াজ, ‘আমরা বদলা বা হিংসায় বিশ্বাস করি না! কিন্তু আপনারা মানুষের সাথে প্রতারণা করেছেন। গণতন্ত্রকে হত্যা করছেন। সব লাল কালিতে লিখে রাখছি। বদল ফদল নয়, বদলা নেব। গুনে গুনে বদলা নেব। কেউ বাদ যাবেন না।’
দিলীপের মুখে এমন কথার ফোয়ারা দেখে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া ‘চামচিকেও পাখি, বিজেপিও পার্টি! এরপর আর কী মন্তব্য করব!’ এর সঙ্গেই তাঁর সংযোজন, ‘ওরা গান্ধীজিকে মেরেছে। ওরা খুন করবে, সেটাই তো স্বাভাবিক। ওটাই ওদের সংস্কৃতি। বাংলার মানুষ এই সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত নয়।’
তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি ও মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘বিজেপি আদতে গুন্ডাদের দল, সেটা আবার প্রমাণিত হল। ওরা গো রক্ষার নাম করে গোটা দেশ জুড়ে নিরীহ সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করেছে।’
বিজেপির রাজ্য সভাপতির মুখে এ হেন মন্তব্য শুনে, ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহলে। রাজনীতির কারবারিদের মতে, এ আসলে প্রকাশ্যে খুনের হুমকিরই সামিল। সব মিলিয়ে নিজের বিতর্কিত মন্তব্যের জেরে এখন নিজেই ঘায়েল দিলীপ।