অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। লিগামেন্টে চোট পেয়ে প্রথম টেস্টে খেলতে পারবেন না প্রতিভাবান ব্যাটসম্যান পৃথ্বী শ। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট।
শুক্রবার অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় একটি ক্যাচ ধরতে গিয়ে আহত হন পৃথ্বী। বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান তিনি। মিড উইকেট বাউন্ডারিতে অসি দলের ওপেনার ম্যাক্স ব্রায়ানের ক্যাচ ধরতে গিয়ে ঘটনাটি ঘটে। প্রায় ৯০ ডিগ্রি ঘুরে যায় তাঁর গোড়ালি। আঘাত এতটাই গুরুতর ছিল যে শেষপর্যন্ত দু’জনের কাঁধে ভর দিয়ে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা করে জানা যায় তাঁর গোড়ালির কাছে লিগামেন্টে চোট লেগেছে। আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘পৃথ্বীর লিগামেন্টে চোট লেগেছে। আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে। অ্যাডিলেড টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। দলের ফিজিও-র কাছে রিহ্যাব করতে হবে পৃথ্বীকে। যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করার প্রচেষ্টা চলছে।’
পৃথ্বীর এই চোট অবশ্যই চিন্তা বাড়াবে টিম ইন্ডিয়া তথা বিরাট কোহলির। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি ম্যাচে আরেক ওপেনার লোকেশ রাহুল রান না পেলেও পৃথ্বী শ করেন দুরন্ত ৬৬ রান। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করে অস্ট্রেলিয়ার মিডিয়াও। এমনকি প্রাক্তনদের মধ্যেও অনেকেই পৃথ্বীকে প্রথম ম্যাচ থেকে খেলানোর পরামর্শ দিয়েছেন। অধিনায়ক কোহলিও হয়ত তরুণ এই মুম্বইকরকে ওপেনিংয়ে খেলাতে চাইছিলেন। কিন্তু পৃথ্বীর চোট তাঁর সেই ভাবনাকে ভেস্তে দিল। এখন দেখার কত দ্রুত সুস্থ হন মুম্বইয়ের এই ‘বিস্ময়বালক’।