ঘরে বসে পুরো বিশ্বের খবর পাওয়াটা এখন আর কোন সমস্যাই নয়। মোবাইলের একটা টাচে যে কোন প্রান্তের খবর এক নিমেষেই চলে আসে হাতের মুঠোয়। সেই ভাবেই নিজের শহরের হাল-হকিকত জানতে গুগলের নতুন আবিষ্কার ‘নেবরলি’। যার অর্থ প্রতিবেশী সুলভ।
গুগলের লক্ষ্য গোটা দেশে ছোট, বড় ও মাঝারি শহরে এই অ্যাপ চালু করা। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার কলকাতায় চালু হল এই অ্যাপ।
ঠিক কিভাবে কাজ করবে এই অ্যাপ? গুগল সূত্রে জানা গেছে, নিজের শহরের যে কোন খবর যখন খুশি জানতে সাহায্য করবে এই অ্যাপ। বৃষ্টির সন্ধ্যায় চপের খোঁজ কমবেশি সকলেই করে থাকেন। এক মুহূর্তে এই অ্যাপ জানিয়ে দেবে তেলেভাজার দোকানের সন্ধান। শহরের কোন রেস্তোরাঁয় কখন খাবারের দামে ছাড় পাওয়া যাচ্ছে, কোন রাস্তায় যানজট হচ্ছে এই সমস্ত খবর জানতে সহায়তা করবে নেবরলি। শুধু তাই নয়, এই সব প্রশ্নের বাইরে অন্য কোনও বিষয়ও জানতে পারা যাবে। যেমন, কোন এলাকায় ভালো ইংরেজির শিক্ষক পাওয়া যায়, সস্তায় ভালো ফ্ল্যাট বা বাড়ি পাওয়ার সুলুক সন্ধানই বা কী, এমন প্রশ্নেরও অনায়াসে উত্তর মিলতে পারে ওই অ্যাপে।
সংস্থার কর্তারা বলছেন, আসলে প্রতিবেশীদের মধ্যে সংযোগ স্থাপনের কাজটুকুই শুধু করতে চাইছে গুগল। যাঁরা এই অ্যাপ ডাউনলোড করবেন, তাঁরা আসলে একটি ডিজিটাল সমাজের প্রতিবেশী হয়ে উঠবেন। সেখানে যে কোনও প্রশ্ন করলে, কোনও না কোনও গ্রাহক চেষ্টা করতেই পারেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার। এই তথ্য চালাচালি শুধু যে একটি শহর বা পাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তা নয়। দেশের যে কোনও জায়গা থেকেই আসতে পারে উত্তর। আজ যিনি কলকাতায় আছেন, কাল তিনি কাজের সূত্রে বা যে কোনও কারণে মুম্বই বা দিল্লি চলে যেতেই পারেন। সেখানকার যে কোনও এলাকার তথ্য জোগাতে তৈরি থাকবেন প্রতিবেশীরা।
তবে গুগল জানিয়ে দিয়েছে, প্রতিবেশীদের আলাপচারিতার একটি প্ল্যাটফর্ম তৈরি হলেও, সেখানে ব্যক্তিগত তথ্যকে গোপন রাখবে অ্যাপ। কোনো ব্যক্তির মোবাইল নম্বর বা ই-মেল তো বটেই, নাম ঠিকানাও গোপন রাখা সম্ভব এই অ্যাপে। এমনকী, যিনি সবচেয়ে বেশি তথ্য জোগাবেন অ্যাপে, তাঁর জন্য মিলতে পারে ‘পয়েন্ট’, যা তাঁকে বাড়তি সুযোগের জায়গা করে দিতে পারে গুগল। তবে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ আপাতত ডাউনলোড করতে পারা যাবে অ্যান্ড্রয়েড প্রযুক্তির ফোন থেকেই। আই ফোনে এই সুযোগ এখনই মিলবে না, জানিয়েছে গুগল।
সুকুমার রায়ের আমলে গুগল থাকলে, তিনি হয়তো বদলে দিতেন ‘অবাক জলপান’ নাটকের সংলাপ! তাহলে হয়তো পথিক নিজেই নিজের তেষ্টা মেটাতে জলের খোঁজ করে নিত ঠিক যেভাবে আচমকা জেগে ওঠা প্রশ্নের সমাধান করবে নেবরলি।