রাজ্যে ক্ষমতায় আসার পর শিল্পের পাশাপাশি কৃষিতেও সমান নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে তিনি বরাবরই নানা উদ্যোগ নিয়েছেন। সেই পথ ধরেই এবার কৃষিঋণে বড় ধরনের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল তাঁর নেতৃত্বাধীন তৃণমূল সরকার।
আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই কৃষিঋণের সুদের হারে দুই শতাংশ ছাড় দিচ্ছে রাজ্য। পাশাপাশি আগামী আর্থিক বছরে কৃষিঋণের পরিমাণও অনেকখানি বৃদ্ধি করা হয়েছে। চলতি আর্থিক বছরের তুলনায় আগামী আর্থিক বছরে কৃষিঋণে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দের পরিমান ১০০০ থেকে বাড়িয়ে ১২০০ কোটি টাকা করেছে সমবায় দফতর। চলতি বাজেট অধিবেশনেই এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সম্মতিও পেয়ে গিয়েছে তারা। মূলত গ্রামীণ কৃষক ও মহিলারাই এই প্রকল্পগুলিতে উপকৃত হবেন।
রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, বাংলার কৃষক ও গরিব মানুষের জন্য মুখ্যমন্ত্রী নানা রকম প্রকল্প নিয়েছেন। সেই হিসেবে কৃষকরা যাতে মহাজনদের কাছে চড়া হারে ঋণ নিতে বাধ্য না হন, তার জন্য রাজ্য সরকার আরও ২ শতাংশ সুদ কমিয়ে দিয়েছে। এখন মাত্র ২ শতাংশ সুদেই কৃষিঋণ পাওয়া যাবে। ডিসেম্বর মাস থেকেই এই ব্যবস্থা চালু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী আর্থিক বছরে কৃষিঋণ ও স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্যের পরিমাণও অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে।
সমবায় দফতর সূত্রে জানা গেছে, এতদিন কৃষকরা ৭ শতাংশ হারে কৃষিঋণ পেতেন। তাঁরা ঋণ শোধ করে দিলে সরকার ৩ শতাংশ সুদের টাকা ফিরিয়ে দিত। এতে কৃষককে মাত্র ৪ শতাংশ হারে সুদ দিতে হত। এবার থেকে সরকার ৫ শতাংশ সুদের টাকা কৃষককে ঋণ পরিশোধের সময় ফিরিয়ে দেবে। এতে কৃষককে মাত্র ২ শতাংশ হারে সুদ দিতে হবে। প্রসঙ্গত, এত কম শতাংশ হারে সুদ দেশের অন্য কোনও রাজ্যে দেওয়া হয় না।