ভোটের বাদ্যি বেজে গেছে৷ দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশে এই মুহূর্তে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের প্রচারই এখন তুঙ্গে। কিন্তু এরই মধ্যে চিন্তা বাড়ল বিজেপির। নিরাপত্তার অভাব দেখা দেওয়ায় বাদ দিতে হল অমিত শাহের রোড শো’ও।
জানা গেছে, আজ ভোপালে মাতা মন্দির ভবানী চৌক থেকে পুরনো শহরে রোড শো করার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহের৷ কিন্তু এই রোড শো-তে বড় ধরণের ঝামেলা হতে পারে বলে পুলিশের কাছে খবর আসে। তারপরই তড়িঘড়ি বিজেপির এই হেভিওয়েট নেতার রোড শো বাতিলের কথা ঘোষণা করা হয় দলের তরফে।
সূত্র থেকে পাওয়া খবর, নোটবন্দি, জিএসটি, জ্বালানির মূল্যবৃদ্ধি, সিবিআই প্রভৃতি ইস্যুগুলি দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে আছে সাধারণ মানুষের মনে। যে কোনও মুহূর্তেই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। মধ্যপ্রদেশে ভোট প্রচারে গিয়ে তাই আমজনতার সঙ্গে মুখোমুখি হতে তাই ইতস্তত বোধ করছে বিজেপি নেতারা। প্রকাশ্যে যাকে নিরাপত্তার অভাব বলে ঘোষণা করছে পদ্মশিবির।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই রোড শো বাতিলের ঘটনাটিকে আসলে জনতার দরবার থেকে পালিয়ে বাঁচার এক ছুঁতো বলেই মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।