প্রথম পর্যায়ে গণনার কাজে ব্যবহৃত হয়েছিল ৬০০টি ক্যামেরা। তবে এবার সুন্দরবনের বাঘ গুনতে বাড়ানো হল ক্যামেরার সংখ্যা। বন দফতর সূত্রে জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ের বাঘ গণনার কাজে ব্যবহার করা হবে ৮২০টি ক্যামেরা।
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা নীলাঞ্জন মল্লিক জানান, ‘১৪ নভেম্বর থেকে এই ক্যামেরা পাতার কাজ শুরু হয়ে গেছে। ৮টি দলে মোট ১২০ জন বনকর্মী এই কাজ করেছেন। গতবার ছবি অনুযায়ী বাঘের সংখ্যা ছিল ৮৭টি। এ বছর যেহেতু ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে, সে কারণে আরও বেশি বাঘের সন্ধান পাওয়া যাবে বলেই আমরা আশাবাদী। প্রতি ২ বর্গ কিলোমিটারে ২টি করে ক্যামেরা বসানো হয়েছে।’
দফতর সূত্রে খবর, এই দ্বিতীয় পর্যায়ে মোট ৫টি রেঞ্জে ক্যামেরা বসানো হচ্ছে। সেগুলি হল রায়দিঘি, মাতলা, রামনগর, সুন্দরবনের টাইগার রিজার্ভের সজনেখালি অভয়ারণ্য এবং সুন্দরবন জাতীয় উদ্যানের পশ্চিম এলাকায়। জানা গেছে, আগামী বছর মার্চ মাসের মধ্যেই মোট বাঘের সংখ্যা জানিয়ে দেওয়া হবে।