ক্ষমতায় আসার পর থেকেই এ রাজ্যে পর্যটনকে পাখির চোখ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পর্যটক টানতে তাঁর নেতৃত্বে গোটা রাজ্য জুড়েই চলছে পর্যটনকেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর কাজ। এবার পাহাড়ের পর রাজ্যের পশ্চিমাঞ্চলের পালা।
শহরে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে শুরু হল পর্যটন মেলা ‘উইকেন্ড ওয়ান্ডার’। সপ্তাহ শেষে ছুটি কাটানোর দিক থেকে পুরুলিয়া-সহ রাজ্যের পশ্চিমাঞ্চল কতটা আকর্ষণীয় হতে পারে তা এই মেলায় তুলে ধরা হয়েছে। রাজ্যের পর্যটন দফতর ও দ্য বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ(বিসিসি অ্যান্ড আই) -এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে এর উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, বিসিসি অ্যান্ড আইয়ের সভাপতি ইন্দ্রজিৎ সেন, পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের তরফে দেবাশিষ সেন প্রমুখ।
উদ্বোধনে মন্ত্রী বলেন, পর্যটনে রাজ্যের পশ্চিমাঞ্চলকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিকাঠামোয় প্রভূত উন্নতি হয়েছে। পর্যটকদের কাছে রাজ্যের এই অঞ্চলকে জনপ্রিয় করার জন্য রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি, লজ-গেস্ট হাউজও উন্নত মানের করা হয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী।