৩৪ বছরে রাজ্যে আইটি সেক্টরের শোচনীয় হাল করেছিল বাম সরকার। তবে এখন অবস্থার পরিবর্তন হয়েছে। আইটি সেক্টরে বিনিয়োগ বাড়ছে রাজ্যের। বাড়ছে কর্মসংস্থানের সুযোগও।
টাটার সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), কগনিজেন্ট, উইপ্রো এবং জেনপ্যাক্ট সম্প্রসারণ করছে। টিসিএস এবং কগনিজেন্ট-এই অতিরিক্ত ৪০ হাজার আইটি পেশাদারের কর্মসংস্থানের সুযোগ আসছে। এছাড়া ইনফোসিসও চালু হবে। সেখানে দু’হাজার নিয়োগ হবে। উইপ্রো ও জেনপ্যাক্টে আরও ৪ হাজার কর্মসংস্থান হবে। রাজ্য সরকার ঠিক করেছে, কোনও সংস্থা নতুন কোনও তথ্যপ্রযুক্তি কেন্দ্র চালু করতে চাইলে, তাদের দ্রুত জমি দেওয়া হবে।
নবান্ন সূত্রে খবর, টিসিএসের ক্যাম্পাসে বর্তমানে ৪০ হাজার পেশাদার কর্মরত রয়েছে। যা তাদের বেঙ্গালুরু ক্যাম্পাসের চেয়েও বেশি। নিউটাউনের গীতাঞ্জলি পার্কে আরও একটি ক্যাম্পাস তৈরি করবে টিসিএস। যেখানে ২০ হাজার পেশাদারের চাকরির সুযোগ আসছে। এছাড়াও সিলিকন ভ্যালি হাবে জমি চেয়েছে টিসিএস। আইটিসি লিমিটেডও নিউটাউনে ক্যাম্পাস তৈরি করছে। ১৬.৯২ একর জমিতে ৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে ওই ক্যাম্পাস তৈরি হচ্ছে। যেখানে কাজ করবেন কমপক্ষে ৫ হাজার পেশাদার।
পাশাপাশি ইনফোসিসও তাদের প্রকল্পের কাজ শুরু করেছে নিউটাউনে। প্রথম পর্যায়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে ইনফোসিস। জেনপ্যাক্টও সম্প্রসারণ করতে চলেছে তাদের ব্যবসা। নতুন বিল্ডিং বানাবে বলে তারা, যেখানে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে।