এলাকার উন্নয়নে ক্লাবগুলিকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ৭৫ টি পুজো কমিটিকে পুরস্কৃত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো করার পাশাপাশি এলাকার উন্নয়নেও ক্লাবগুলিকে এগিয়ে আসতে হবে। সরকার পরিকাঠামো গড়ে তুলেছে। সেই পরিকাঠামো সুন্দর করে, পরিচ্ছন্ন করে রাখতে হবে। ইতিমধ্যেই সরকার পরিকাঠামো উন্নয়ন খাতে ৩৩ হাজার কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ করেছে। অনেক হিংসুটে আছে যারা জেনেবুঝে নোংরা করে’।
মোদী সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাঙচুরের রাজনীতি করে এসব হয় না। যাদের জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও শেষ কথা, তারা দেশকে স্বচ্ছ করে রাখবে এটা হয় না। রাজ্যগুলোই কাজ করে। কেন্দ্রের আর কী আছে? স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন সব কিছু রাজ্য করবে। আর ওরা শুধু দাঙ্গা করবে, আগুন লাগাবে আর আমাকে সে সব থামাতে হবে’।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘কেন্দ্রের ৩টি গুরুত্বপূর্ণ দপ্তর আছে। অর্থ, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রক। আর আছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেটা আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে প্রযোজ্য। অন্য রাজ্য থেকে এসে চুরি করে গেল, হিংসা করে গেল, দাঙ্গা করে গেল। কিন্তু বিএসএফ, সিআইএসএফ এসব কেন্দ্রের হাতে। আমাদের পুলিশের হাতে থাকলে কবেই ধরা পড়ে যেত। এই যে এরা এত গরু পাচার নিয়ে বলে, সেটাও তো ওদেরই দেখার কথা। রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্যের হাতে। এটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামো’।