মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্য জুড়েই চলছে ঢালাও উন্নয়ন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন প্রতিটি ক্ষেত্রেই অন্যান্য রাজ্যগুলিকে টেক্কা দিচ্ছে বাংলা। এবার কোনা এক্সপ্রেসওয়েতে নবান্ন থেকে ৬ নম্বর জাতীয় সড়কের ক্রসিং পর্যন্ত সার্ভিস রোড তৈরি করবে রাজ্য পরিবহণ দফতর। এই নিয়ে হাওড়া পুরসভার মেয়রের সঙ্গে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর আলোচনাও হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে কিছুটা অংশে সার্ভিস রোড তৈরি করে দিয়েছে পরিবহণ দফতর। কিন্তু, বাকি অংশেও সার্ভিস রোড তৈরির প্রয়োজন আছে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল। হাওড়া পুরসভার দেওয়া সেই প্রস্তাব অবিলম্বেই গ্রহণ করেছে পরিবহণ দফতর। দফতর সূত্রে খবর, শীঘ্রই এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে।
হাওড়া পুরসভার মেয়র রথীন চক্রবর্তী বলেন, নবান্ন থেকে ৬ নম্বর জাতীয় সড়কের ক্রসিং পর্যন্ত সার্ভিস রোডের খুবই প্রয়োজন রয়েছে। এই নিয়ে আমার সঙ্গে শুভেন্দু বাবুর কথাও হয়েছে। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে পরিবহণ দফতর এরমধ্যেই কিছুটা সার্ভিস রোড তৈরি করে ফেলেছে। এতে কোনা এক্সপ্রেসওয়েতে যানজট অনেকখানি কমেছে। এবার নবান্ন থেকে ৬ নম্বর জাতীয় সড়কের ক্রসিং পর্যন্ত সার্ভিস রোড তৈরি করা হবে।
সূত্রের খবর, চলতি আর্থিক বছরেই এই সার্ভিস রোড তৈরির কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি, ৬ নম্বর জাতীয় সড়কের ক্রসিং থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলিভেটেড করিডর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বড় প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই রাস্তার দু’দিকেই সার্ভিস রোড তৈরি করে দেওয়া হবে।