সাগরযাত্রাকে আরও মসৃণ করতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য। মুড়িগঙ্গায় গভীর খাত (চ্যানেল) তৈরি করে কাকদ্বীপ লক-৮ থেকে সাগরদ্বীপের কুচবেড়িয়া পর্যন্ত জলপথে যাতায়াতের ধারাবাহিকতা এবার সুনিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। শুধু সাগর মেলার সময় নয়, সারা বছরই যাতে ভেসেল চলাচল কোনওভাবে ব্যাহত না হয়, সেদিকেই নজর সরকারের। এজন্য এ বিষয়ে বিশেষজ্ঞ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অগ্রণী সংস্থা ড্রেজিং কর্পোরেশন অব ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, ওই সংস্থা ভেসেল চলাচলের চ্যানেল তৈরির পাশাপাশি সারা বছর ধরে তার সুরক্ষায় নজরদারি চালাবে। এজন্য রাজ্য সরকারের সঙ্গে ওই সংস্থার সাত বছরের চুক্তি হয়েছে। মোট খরচ হচ্ছে ১০০ কোটি ২১ লক্ষ টাকা। চলতি মাসের ২২ তারিখ থেকে ওই সংস্থা মুড়িগঙ্গায় পলি কাটার সঙ্গে সঙ্গে ৮০ ফুট চ্যানেল তৈরির কাজ শুরু করবে। এমনটাই জানিয়েছেন রাজ্য সেচ দপ্তরের কর্তারা।
রাজ্য সেচ দপ্তরের এক শীর্ষ আধিকারিক বলেন, সাগরমেলার সময় ভেসেল চলাচল স্বাভাবিক রাখার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে দীর্ঘদিন ধরে মেলার সময়কে টার্গেট করে পলি কাটা হতো। তারপর এ নিয়ে কোন নজরদারি ছিল না। গতবার ওই জায়গায় সেচ দপ্তর থেকে মেশিন দিয়ে অনুসন্ধান চালানোর পর নজরে আসে, লক ৮-এর পূর্ব অংশ থেকে পশ্চিমে কচুবেড়িয়া পর্যন্ত সোজা যাতায়াতের যে চ্যানেল ছিল, তা পুরোপুরি বুজে গিয়েছে। এর সঙ্গে রয়েছে ডায়মন্ডহারবারের দিক থেকে কাকদ্বীপ পর্যন্ত ক্রমাগত ভাঙন। শুধু তাই নয়, প্রতিবছর পলি কাটার পর অতিরিক্ত ভেসেল চলাচলের জন্য কাকদ্বীপের দিকে বেশি করে ভাঙন হচ্ছে। সেই কারণে রাজ্য সরকার এর স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে।