পুজো, ভাইফোঁটা মিটে যাওয়ার পর প্রতি বছরই বিজয়া সম্মিলনী করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পমহলের কর্তাব্যক্তি, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী স্বয়ং। জানা গেছে, এবার সেই সম্মিলনী অনুষ্ঠান হবে ১৪ নভেম্বর, নিউটাউনের ইকো পার্কে।
এই সম্মিলনী অনুষ্ঠানের আয়োজক রাজ্য শিল্পোন্নয়ন নিগম এবং হিডকো। ইকো পার্কের ‘মিট অ্যাণ্ড গ্রিট’ শীর্ষক ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন মুখ্যসচিব মলয়কুমার দে। আগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হত বালিগঞ্জে। ইকো পার্ক তৈরি হওয়ার পর থেকে এখানেই অনুষ্ঠান হয়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগের দিন শিল্পমহলের সঙ্গে সেখানে মিলিত হন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ইকো পার্কে সম্মিলনী অনুষ্ঠান থেকেই নিউটাউনে কলকাতা গেটেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।