পরিচয়ের জন্য রোনালদিনহোর নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না। নামের পরে দরকার হয় না কোনো উপাধিরও। শুধু ফুটবলশৈলী দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছেন ব্রাজিলের প্রাক্তন এই তারকা। জাতীয় দলের পাশাপাশি খেলেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়েও।
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে সম্মানের পাশাপাশি রোনালদিনহো উপার্জন করেছেন কাড়ি কাড়ি অর্থ। এমন একজন ফুটবলারের নিশ্চয় অর্থকড়ির কোনো সংকট থাকার কথা নয়! তবে ভিন্ন কথা বলছে রোনালদিনহোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
৩৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে গিয়ে জানা গেল, অ্যাকাউন্টে রয়েছে মাত্র ২৪.৬৩ ব্রাজিলিয়ান রেইস। ইউরোর হিসেবে যার পরিমাণ মাত্র ৫.৭৯ ইউরো।ভারতীয় মুদ্রায় যা ৪৭৯,৭৪ টাকা ।
এ খবরও সবার অগোচরে থাকত, যদি না রোনালদিনহো ও তার ভাই জরিমানার কবলে পড়তেন। কয়েক বছর আগে ব্রাজিলের সংরক্ষিত জায়গায় নির্মাণকাজ করেছিলেন রোনালদিনহো ও তার ভাই রবার্তো। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। কয়েকদিন আগে সে মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে দুই ভাইকে দুই মিলিয়ন ইউরো জরিমানা করা হয়।
জরিমানার অর্থ আদায় করতে গিয়েই বেরিয়ে এসেছে আসল তথ্য। রোনালদিনহোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করে জরিমানা আদায়ের চেষ্টা করা হলে দেখা যায়, তার ব্যাঙ্কে রয়েছে মাত্র ৫.৭৯ ইউরো। কিন্তু এই অর্থে তো আর দুই মিলিয়ন ইউরোর জরিমানা আদায় করা সম্ভব নয়।
রোনালদিনহোর ব্যাঙ্ক হিসাবের এমন অবস্থা দেখে ইতোমধ্যেই তার পাসপোর্ট বাতিল করেছে ব্রাজিলের একটি আদালত। অন্যদিকে রোনালদিনহোর একসময়ের এজেন্ট ও তার ভাই রোবার্তো ডি এসিস মোরেইরা নিজের অংশের টাকা ইতোমধ্যেই পরিশোধ করেছেন। রোনালদিনহোকেও দিতে হবে তার অংশের জরিমানার টাকা। এখন রোনালদিনহো কীভাবে এই জরিমানা শোধ করবেন সেটিই দেখার বিষয়।