মহারাষ্ট্রের জঙ্গলে এখনও শোকায়নি অবনীর রক্তের দাগ। এরই মধ্যে আরও এক বাঘিনীকে নৃশংসভাবে হত্যা করলেন গ্রামবাসীরা। তবে এবার ঘটনাস্থল যোগীর উত্তরপ্রদেশ।
মানুষখেকো বাঘিনী অবনীকে গুলি করে মারার ঠিক দু’দিনের মাথায়, রবিবার ঘটনাটি লখনউ থেকে ১২০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের দুধওয়া টাইগার রিজার্ভে দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণকেন্দ্রে। বাঘিনিটির ‘অপরাধ’? তার এলাকায় বেআইনি ভাবে ঢুকে পড়া এক ব্যক্তির উপর হামলা চালানো!
রিজার্ভ ফরেস্ট সূত্রে খবর, বছর পঞ্চাশের এক ব্যক্তি নিজের গ্রাম যাওয়ার সময় ওই জঙ্গলের রাস্তা ব্যবহার করতেন। সেই রাস্তা বাঘিনীর চলাফেরার এলাকার উপর দিয়ে চলে গিয়েছে। নিজের এলাকায় অনুপ্রবেশকারীকে দেখতে পেয়ে ওই ব্যক্তির উপর চড়াও হয় ১০ বছরের বাঘিনীটি। তার থাবায় গুরুতর জখম হন ওই ব্যক্তি। রবিবার হাসপাতালে মারা যান তিনি। এরপরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। গ্রামবাসীরা দল বেঁধে হামলা চালান জঙ্গলে।
বন দফতরের কর্মীরা জানিয়েছেন, উন্মত্ত জনতা জঙ্গলের কোর এলাকায় ঢুকে পড়েন। তাঁদের বাধা দিতে গেলে প্রহৃত হন নিরাপত্তারক্ষীরা। তারপর বাঘিনিটিকে খুঁজে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে ফেলেন গ্রামবাসীরা। এতেও ক্ষান্ত হননি তাঁরা। পরে বন দফতরেরই একটি ট্র্যাক্টর ছিনিয়ে বাঘিনিটিকে পিষে মেরে দেন তাঁরা।
দুধওয়া জাতীয় উদ্যানের অধিকর্তা মহাবীর কোজিলাঙ্গি জানিয়েছেন, ‘কিছু সমাজবিরোধী একজোট হয়ে অবলুপ্তপ্রায় বাঘিনিটিকে মেরে ফেলেছে। আমরা ইতিমধ্যে তাদের অনেককে চিহ্নিত করে ফেলেছি। অভিযুক্তদের নামে এফআইআর করা হবে। পুলিশকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছি।’
আধিকারিকরাও জানিয়েছেন, গ্রামবাসীরাই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের গভীরে বসবাস করেন। বাঘিনিটি গত ১০ বছরে কোনও মানুষকে আক্রমণ করেনি। ফের এক বাঘিনি হত্যার ঘটনায় শোরগোল পড়ে গেছে গোটা দেশেই। গ্রামবাসীদের এমন পাশবিক আচরণ দেখে, নিন্দায় সরব হয়েছেন সকলে।