এবার বাংলার বেকার যুবকদের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের কোনও উপায় নেই, অটো বা চায়ের দোকান দিতে হলেও অন্যের কাছে হাত পাততে হয় যাঁদের, তাঁদের অসহয়তা অনুভব করলেন মমতা। তাই তাঁদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের তরফে ৩৭, ৫০০ টাকা করে। মাধ্যম ই-রিকশা।
জানা গেছে, অসহায় বেকারদের স্বনির্ভর করতে রাজ্য জুড়ে বিভিন্ন গ্রামে প্রায় ১ লাখ ই-রিকশা নামাবে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ৩৬৫ কোটি টাকা।
জানা গেছে, প্রত্যেকটি ই-রিকশার দাম পড়বে ১,২৫,০০০ টাকা করে। এর মধ্যে ৩০ শতাংশ অর্থাৎ ৩৭,৫০০ টাকা দেবে রাজ্য সরকার। বাকি ৫৫ শতাংশ টাকা দিতে যাতে বেকারদের অসুবিধা না হয় সেজন্য ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করবে রাজ্য। অর্থাৎ বাকি ব্যাংক থেকে অর্থাৎ, ৬৮,৭৫০ টাকা পাওয়া যাবে ব্যাঙ্ক ঋণের মাধ্যমে। এবং যিনি এই প্রকল্পের সুবিধা নেবেন তাঁকে দিতে হবে বাকি ১৮,৭৫০ টাকা।