নাগরিকপঞ্জীর মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার দেশ অশান্ত করতে চাইছে। তাই এনআরসি-র মোড়কে বিভেদের রাজনীতি করছে তারা। এর প্রতিকার চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি পাঠালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।
তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, আম আদমি পার্টির সঞ্জয় সিং, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব প্রমুখ নেতা-নেত্রীরা সেই চিঠিতে লিখেছেন, ‘এনআরসি-র মাধ্যমে গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক মনোভাবের গলা টিপে হত্যা করা হচ্ছে। নাস্তানাবুদ হচ্ছেন দেশের মানুষ। প্রায় ৪০ লাখ ভারতীয়কে ঘরছাড়া হতে বাধ্য করা হচ্ছে’।
এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের পরিবারের সদস্যদের নামও ঠাই পায়নি নাগরিকপঞ্জী তালিকায়। প্রসঙ্গত, ৪০ লাখ ব্যক্তির নাম বাদ দিয়ে জাতীয় নাগরিক পঞ্জি প্রকাশ করে আসামের প্রশাসন। রাজ্যের ৩ কোটি ২৯ লাখ মানুষের মধ্যে নাগরিক পঞ্জিতে নাম উঠে ২ কোটি ৮৯ লাখ মানুষের। চিঠিতে এই সমস্ত বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হস্তক্ষেপ দাবি করেছেন নেতা-নেত্রীরা।