গোলমেলে ঠেকছে তো? কিন্তু এমনটাই করে দেখিয়েছেন কেরালার কারথ্যায়ানি আম্মা। সে রাজ্যের স্বাক্ষরতা মিশনের পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন তিনি। তবে বিস্ময়ের জায়গা অন্যত্র। কারথ্যায়ানি কোনও তরুণী বা যুবতী নন, বরং ৯৬ বছরের এক মহিলা। এ হেন বিরল কৃতিত্বকে সম্মান জানিয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁর হাতে শংসাপত্র তুলে দেবেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কারথ্যায়ানি কিন্তু এখানেই থামছেন না। দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, ‘এত নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করতে পেরে আমি যারপরনাই খুশি। তবে পড়াশুনো চালিয়ে যেতে চাই।’ শুনে অনেকেই বলছেন, এই নবতিপর মহিলা প্রাণবন্ততায় যে কোনও দিন হারিয়ে দিতে পারেন তরুণদের।
কে এই কারথ্যায়ানি?
এখানেও বিস্ময়। আজন্ম স্কুলমুখো হতে পারেননি এই ‘বৃদ্ধা’। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। কিন্তু তিনি যে বিস্ময়-বৃদ্ধা। সবেতেই ছকভাঙা। মেয়েকে দেখে উৎসাহিত হয়ে পড়েন। কারথ্যায়ানির মেয়ে ৫১ বছরের আমিনিআম্মা নিজেও স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই পড়াশুনা ছেড়ে দিয়েছিলেন। সেই তিনি-ই দশম শ্রেণির সমতুল পরীক্ষা পাশ করেন। মেয়েকে দেখে কারথ্যায়ানি-ও ঠিক করেন, তিনি-ও ওই পথে হাঁটবেন। তাঁর শিক্ষিকা সতী কে জানিয়েছেন, চতুর্থ শ্রেণিতে পড়ার যোগ্যতা অর্জন করেছেন কারথ্যায়ানি। ‘বৃদ্ধা’ ছাত্রীর উৎসাহকে কুর্নিশ জানালেন শিক্ষিকাও।
কেরালা রাজ্য স্বাক্ষরতা মিশন রাজ্যে সকলকে শিক্ষিত করার উদ্দেশ্যে পঠনপাঠনের বিশেষ ব্যবস্থা করে। ‘অক্ষরালক্ষম স্বাক্ষরতা পরীক্ষা’-ও হয়। পড়া, লেখা ও অঙ্কের উপর পরীক্ষা হয়। কারথ্যায়ানি লেখার পরীক্ষায় ৪০-এর মধ্যে ৩৮ পেয়েছেন। বাকি দু’টি বিষয়ে ‘ফুল মার্কস’।
পড়াশুনোর বাইরেও অবশ্য তাঁকে ‘ফুল মার্কস’ দিচ্ছেন সকলে। ৯৬-এ ৯৮ যে সকলে পারেন না!
(সংগৃহীত)