এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবি দেখতে চাইলে অনলাইনে ঘরে বসে ‘পাস’ কিনতে পারবেন চলচ্চিত্রপ্রেমীরা। এই প্রথম ‘বুক মাই শো’–তে লগ অন করলেই উৎসবে ছবি দেখার জন্য পাস কেনা যাবে। এবারই প্রথম গঙ্গা পেরিয়ে উৎসবের ছোঁয়া লাগছে হাওড়াতেও। অবনী মল, পিভিআরের মাল্টিপ্লেক্সে বসে হাওড়ার মানুষ উৎসবের সব ছবি দেখতে পাবেন। বিশ্ব চলচ্চিত্র উৎসবের ক্যালেন্ডার মেনে, ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ১০ নভেম্বর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর নন্দন চত্বরের ঘেরাটোপের বাইরে সাধারণ মানুষের মাঝে এই উৎসবকে নিয়ে এসেছেন। সেই নিয়ম মেনেই এবারেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১০ তারিখ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হচ্ছে।
প্রতিবারের মতো এবারেও উৎসবে উপস্থিত থাকছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, মহেশ ভাট, নন্দিতা দাস। উৎসব মঞ্চে থাকবেন ওয়াহিদা রহমান। সত্যজিৎ রায়ের সিনেমার এই নায়িকাকে বিশেষ সম্মান জানানো হবে। বিশ্বের অন্যতম প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদির উপস্থিতি চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। এতদিন কলকাতার মানুষ তাঁর তৈরি সিনেমা দেখেছেন। এই প্রথম তাঁর কথাও শুনবেন। এছাড়াও উদ্বোধনী মঞ্চের বাড়তি আকর্ষণ প্রখ্যাত চলচ্চিত্র সম্পাদক অস্ট্রেলিয়ার জিল বিলকক। এবং দুই প্রখ্যাত পরিচালক ফিলিপ নয়স ও সায়মন বেকার। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হচ্ছে সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’। এ বছর এই ছবির মুক্তির ৫০ বছর। যদিও শেষ মুহূর্তে উদ্বোধনী ছবি বদল হতেও পারে।
এবারের উৎসবের ট্যাগ লাইন ‘কার্নিভাল অফ ওয়র্ল্ড’। নন্দন, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, স্টার থিয়েটার–সহ হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জুড়ে এবারে ১৬টি প্রেক্ষাগৃহে উৎসবের ছবি দেখানো হবে। এবারই প্রথম বসুশ্রী এবং নাগেরবাজারের ডায়মন্ড প্লাজার পিভিআরেও ছবি দেখানো হবে। বাংলা সিনেমার শতবর্ষ উৎযাপনে বিশেষ ‘ক্যাটাগরি’ থাকছে। বাংলা সিনেমার ১০০ বছরকে স্মরণে রেখে এই প্রথম চলচ্চিত্র শতবর্ষ ভবনের অডিটোরিয়ামে বাংলা সিনেমার একটি বিশেষ প্যাকেজ দেখানো হবে। উৎসবের ফোকাস এবার অস্ট্রেলিয়া আর বিশেষ ফোকাস তিউমিসিয়া। মোট ৭০টি দেশের ১৭০টি সিনেমা দেখানো হবে। তাই রবীন্দ্রসদন, নন্দন জুড়ে চলছে এখন উৎসবকে রঙিন করার শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজো সাজো রব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম জুড়েও।