সমস্ত মালাই চড়ল প্যাটেলের গলায়। সামান্য ফুলটুকুও পেলেন না ‘ব্রাত্য’ ইন্দিরা। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন নিয়ে আজ, বুধবার কেন্দ্র নানা কর্মসূচি নিলেও, কোনও কর্মসূচীই পালন হল না প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে।
১৮৭৫ সালে ৩১ অক্টোবর সর্দার প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন। তা স্মরণ করতেই কেন্দ্র আজকের দিনটি ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করেছে। ইউজিসি থেকেও প্রতিটি বিশ্ববিদ্যলয়কে চিঠি দিয়ে বল্লভভাই স্মরণে কর্মসূচি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়ে প্যাটেল স্মরণে সম্প্রীতির দৌড় ও অন্যান্য অনেক অনুষ্ঠান হয়েছে।
যদিও এ নিয়ে রাজনীতির জল গড়িয়েছে অনেকটাই। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইউজিসির এই চিঠি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে ব্যাখ্যা করেছেন। কারণ শিক্ষাক্ষেত্রে এভাবে ‘ডিক্টেটরশিপ’ চালানোর কোনও এক্তিয়ারই নেই কেন্দ্রের। তাই শেষ পর্যন্ত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি এ ধরনের কর্মসূচি না গ্রহণেরই সিদ্ধান্ত নেয়।
তবে কেন্দ্রের চাপে বাংলা বাদে প্রায় গোটা দেশেই পালিত হয়েছে ‘রাষ্ট্রীয় একতা দিবস’। তবে ‘আচ্ছে দিন’-এর এই ‘একতা দিবস’-এ ব্রাত্যজনই ছিলেন ইন্দিরা। তাঁর প্রয়াণ দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম টুইটটি করেন। তারপরই চক্ষুলজ্জার ভয়ে টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। তবে যতটা ফুল তিনি প্যাটেলের জন্য বরাদ্দ করেছিলেন, তার সিকিভাগও জুটল না ইন্দিরার ভাগ্যে।