ফের প্রকাশ্যে এল জেলায় জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল। কোথাও দলের জেলা সভাপতির বিরুদ্ধে দুর্ণীতি ও স্বজন পোষনের অভিযোগ তুলে বিক্ষোভ, তো কোথাও জেলা সভাপতির পদত্যাগ দাবি করে নিজেদেরই কার্যালয়ে তালা লাগিয়ে দিলেন বিজেপি কর্মীরা। সব মিলিয়ে দলীয় কর্মী সমর্থকদের সামলাতে হিমশিম অবস্থা বিজেপি নেতৃত্বের।
দুপুর থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো বিজেপি কর্মী-সমর্থকেরা বারুইপুর জেলা কার্যালয়ের গেটের বাইরে জমায়েত হয়ে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। জেলা সভাপতি সুনীপ দাসকে ‘চোর’ এবং ‘বামেদের দালাল’ বলে তাঁর বিরুদ্ধে দলীয় ফাণ্ডের টাকা নিয়ে দুর্ণীতির অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। কার্যালয়ে ঢুকতে গেলে এক নেতাকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে। সুনীপের বিরুদ্ধে মূল অভিযোগ, দলের এক গোষ্ঠীকে দূরে সরিয়ে রেখে তিনি সব কাজ করছেন। রাজ্য নেতৃত্বকে টাকা খাইয়ে যোগ্য লোককে বঞ্চিত করে নিজে জেলা সভাপতির পদে বসার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
অন্যদিকে পুরুলিয়ার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর বিরুদ্ধে দুর্ণীতি ও স্বজনপোষনের অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি তোলেন কর্মীরা। এমনকী তাঁর কুশপুত্তলিকাও পোড়ানো হয়। বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি ও নেতাদের নামে থানায় অভিযোগও জানান কর্মীরা। এই নিয়ে পুরুলিয়ার বিজেপির দলীয় কর্মসূচীতে বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকেরা। একটা সময় ধবস্তাধবস্তি, চেয়ার ছোঁড়াছুড়িও শুরু হয়। বেশ কয়েকজন আহত হন। ৪ জনকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।