আধার মামলার পর ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিজেপি। অযোধ্যা মামলার শুনানি শুরুই হল না দেশের শীর্ষ আদালতে।
সোমবার আদালত শুরুর মিনিট চারেকের মধ্যেই মামলাটির শুনানি স্থগিত করে দেন দেশের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ। আদালতের পক্ষ থেকে বলা হয় অযোধ্যা মামলার শুনানি উপযুক্ত বেঞ্চই হবে। ফলে অযোধ্যা মামলার শুনানির জন্য নতুন কোনও বেঞ্চ গঠন করা হতে পারে। পাশপাশি শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, জানুয়ারি পর্যন্ত ওই মামলার কোনও শুনানি হবে না। জানুয়ারিতে ঠিক হবে শুনানির তারিখ।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর অযোধ্যা সংক্রান্ত মামলাটি পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠাতে অস্বীকার করে সর্বোচ্চ আদালত। ১৯৯৪ সালে শীর্ষ আদালত তাদের একটি পর্যবেক্ষণে জানায়, ইসলাম ধর্মে নমাজ পড়ার জন্য মসজিদ অপরিহার্য নয়। অযোধ্যা মামলার শুনানির সময়েও এই বিষয়টি উত্থাপিত হয়। সেই কারণেই বিষয়টিকে পুনর্বিবেচনার প্রসঙ্গ উত্থাপিত হয়। কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। তার পরই আজ মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে।
এদিকে, শুনানি শুরুর আগে আদালতের রায়ের ওপরেই বিষয়টি ছেড়ে দিয়েছেন উত্তরপ্রদেশ সংখ্যালঘু উন্নয়ণ মন্ত্রী মহসিন রাজা, অল ইন্ডিয়া মুসিলম পার্সোন্যাল ল বোর্ডের সদস্য জাফরইয়াব জিলানিরা। জিলানি সংবাদমাধ্যমে বলেন, ‘জানি না প্রধান বিচারপতির বেঞ্চ কী রায় দেবেন। আদালত নিজের মতো করে বিষয়টি বিচার করবে। এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই’।