পুজোর ছুটি শেষ হয়েছে গতকালই। আজ, শুক্রবার থেকে রাজ্যের সমস্ত সরকারি অফিস খুলতেই পুরোদমে শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলনের প্রস্তুতি। এমনকি, দফতরের কর্তাদের এখন থেকেই সন্মেলনের জন্য তৈরি থাকতে বলা হয়েছে। এ নিয়ে আগামী সপ্তাহেই বিশেষ বৈঠক ডাকার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৭ এবং ৮ তারিখ রাজারহাটের কনভেনশন সেন্টারে দেশ-বিদেশের শিল্পপতিদের নিয়ে এই সন্মেলন আয়োজিত হতে চলেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসেই জার্মানি-ইতালি সফরে গিয়েছিলেন। প্রতিবারের মত এবারও তাঁর লক্ষ্য ছিল রাজ্যের জন্য লগ্নির ব্যবস্থা করা। তিনি তাতে সফলও হয়েছেন অনেকাংশেই। ওই দুই দেশ থেকে একদল শিল্পপতি ও প্রতিনিধিদল উপস্থিত থাকবেন এবারের বাণিজ্য সন্মেলনে।
আসন্ন বৈঠকে সেই বিদেশি অতিথিদের আতিথেয়তার ব্যবস্থা নিয়েই আলোচনা করা হবে। পাশাপাশি, দু’দিনের ওই বাণিজ্য সন্মেলনের পরিকাঠামোগত বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।