আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডয়াইন ব্রাভো।
তাঁর মধ্যে ভীষণ সম্ভাবনা দেখতে পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ডয়াইন ব্রাভো সেই প্রতিশ্রুতির দাবি ভালোই মিটিয়েছেন। ৩৫ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ করলেন এই অলরাউন্ডার। দেশের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপও জিতেছেন উইন্ডিজ অলরাউন্ডার।
২০০৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে উঠেছিল ব্রাভোর। ৪০ টেস্ট খেললেও তাঁর গায়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটারের তকমা লেগেছে বহু আগেই। ১৬৪ ওয়ানডে আর ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যারিবীয় দলের হয়ে। তবে জাতীয় দলের হয়ে ব্রাভোকে শেষ দেখা গেছে দুই বছর আগে। ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সর্বশেষ তাঁকে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিই ব্রাভোর টান বেশি। দেশ-বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জাতীয় দলের ডাক উপেক্ষা করতেও বাধেনি ব্রাভোর। এ সব নিয়ে তো ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছেন বেশ কয়েকবার।
জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন ব্রাভো। ২০১০ সালে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ব্রাভো। আর ওয়ানডে খেলেছেন ৪ বছর আগে।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬ হাজার ৩১০ রান ও ৩৩৭ উইকেটের মালিক আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকের ১৪ বছর পর, আমার এখনো মনে আছে ২০০৪ সালের জুলাইয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে মেরুন ক্যাপটা পাবার মুহূর্তটা। তখন যতটুকু উৎসাহ ও আবেগ ছিল আমি আমার পুরো ক্যারিয়ারজুড়ে সেটা ধরে রেখেছি’।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংস, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কুমিল্লা ভিকটোরিয়ানস, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দারস, বিগব্যাশের মেলর্বোন রেনেগেডস সহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর হয়ে খেলছেন তিনি।
মাঠের ক্রিকেটে ভিন্ন রকম উদযাপনের জন্যও ব্রাভো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে তার গাওয়া গান ‘চ্যাম্পিয়নও’ প্রভাব ফেলেছিলও অন্যদলগুলোর উদযাপনেও।