মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহলকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছিল আগেই। এবার শিল্পক্ষেত্র হিসাবে জঙ্গলমহলকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হল। সেই জন্য বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়্গ্রামের ৫০০ শিল্পোদ্যোগীকে নিয়ে অনুষ্ঠিত হল শিল্প সম্মেলন, সিনার্জি জঙ্গলমহল ২০১৮। এল প্রায় ১০০০ কোটি টাকার লগ্নীর প্রস্তাব।
সিনার্জি পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে বক্তব্য পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের জেলাগুলিকে নিয়ে জোন ভিত্তিক শিল্প–সম্মেলন করতে হবে। সেই নির্দেশ মতই জঙ্গলমহলের চারটি জেলাকে নিয়ে এই সিনার্জি জঙ্গলমহলের আয়োজন করা হয়েছে। সেই উদ্যোগ সফলও হয়েছে। প্রায় ৫০০ শিল্পোদ্যোগী নানান ধরনের শিল্প গড়ার প্রস্তাব দিয়েছেন।
জঙ্গলমহলে যেসব শিল্প গড়ার প্রস্তাব পাওয়া গেছে তার মধ্যে আছে রাইস মিল, ফ্লাওয়ার মিল, পোলট্রি ফার্ম, ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, সিমেন্ট, মেডিক্যাল গ্যাস ইত্যাদি। শিল্প গড়ার ক্ষেত্রে কী কী সমস্যার মুখোমুখি হতে হয় এবং কীভাবে সেইসব সমস্যার সমাধান করে এগোতে হবে সেই নিয়েও শিল্পপতিরা অনুষ্ঠানে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘শিল্প গড়ার ক্ষেত্রে কোনও শিল্পদ্যোগী সমস্যায় পড়লে, জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে’। অনুষ্ঠানে ৩ জেলার জেলাশাসক ছাড়াও মন্ত্রী শ্যামল সাঁতরা উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের অধিকর্তা বিজয় ভারতী বলেন, ‘সিনার্জি অনুষ্ঠানে বক্তব্য পেশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের জেলাগুলিকে নিয়ে জোনভিত্তিক শিল্প-সম্মেলন করতে হবে। সি নির্দেশ মতোই জঙ্গলমহলের চারটি জেলাকে নিয়ে এই সিনার্জি জঙ্গলমহলের আয়োজন করা হয়েছে। সেই উদ্যোগ সফলও হয়েছে। প্রায় ৫০০ শিল্পোদ্যোগী নানা ধরণের শিল্প গড়ার প্রস্তাব দিয়েছেন’।