বিজেপি সংসারে কলহ বাড়ালেন স্বামী। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। যে কারণে আবারও বিপাকে পড়ল গেরুয়া শিবির।
স্বামী এদিন তাঁর টুইটারে লিখেছেন, ‘সিবিআইকে বরবাদ করার পিছনে ছিলেন যে মাথারা, তাঁরাই এখন ইডি-র রাজেশ্বরকে সাসপেন্ড করতে চলেছেন। যাতে পি চিদম্বরমের বিরুদ্ধে তিনি চার্জশিট না দিতে পারেন। যদি এমন হয় যে আমার সরকারই দুর্নীতিতে মদত দিচ্ছে, তা হলে আমার পক্ষে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই করার যুক্তি থাকবে না। তেমন হলে আমার করা দুর্নীতির সব মামলা থেকে সরে যাব আমি।’
টুইটারে সিভিসি-র বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন সুব্রহ্মণ্যম স্বামী। মোদী সরকার যখন সিবিআই প্রধানের পদ থেকে অলোক বর্মাকে সরানোর পিছনে সিভিসি-র সুপারিশকে সামনে আনছে, তখন বিজেপি নেতার এমন বক্তব্য বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে পারে বলেই মত রাজনীতিবিদদের।
স্বামী লিখেছেন, ‘ভিজিল্যান্স কমিশনার (চিদম্বরমের) দুর্নীতির অভিযোগ নিয়ে অন্তর্ঘাত করেছেন। তাঁকে বরখাস্ত করা উচিত। তিনি যখন অর্থ মন্ত্রকের আধিকারিক ছিলেন, তখন রাজস্ব বিভাগের অনেক তল্লাশি চালিয়েছিলেন। সেই মামলা বন্ধ করতে ঘুষও নেন। সেই টাকা এক পঞ্জাবি মহিলা অফিসারের সঙ্গে ভাগও করে নিয়েছেন। হায়দরাবাদে এই সংক্রান্ত কাগজপত্র আমি পেয়েছি।’
প্রসঙ্গত, আজই কংগ্রেস অভিযোগ এই এনেছে যে, স্বাধীনতার পরে এই প্রথম কোনও রাজস্ব বিভাগের অফিসারকে ভিজিল্যান্স কমিশনার নিয়োগ করা হয়েছে। কে ভি চৌধুরি মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে দিয়েই অলোক বর্মাকে সরানো হয়েছে। একদিকে বিরোধীদের আক্রমণ, অন্যদিকে দলের নেতার অভিযোগ। এই সাঁড়াশি চাপে পড়ে প্রাণ ওষ্ঠাগত বিজেপির।