আকচার এমনটা ঘটেনা। কিন্তু সেই বিরল ঘটনাই এবার ঘটল ইন্ডিয়ানাপোলিসের চিড়িয়াখানায়। যা দেখে অবাক কর্মীরাও। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের এক চিড়িয়াখানায় সিংহীর আক্রমণে মৃত্যু হয়েছে এক সিংহের। বন্য অবস্থায় সিংহের আক্রমণে সিংহের বা শাবকের মৃত্যুর ঘটনা ঘটলেও চিড়িয়াখানায় সিংহীর আক্রমণে সিংহের মৃত্যুর ঘটনা খুবই বিরল। ফলে গোটা ঘটনায় বিস্মিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ভোরে সিংহের খাঁচা থেকে তীব্র গর্জন শুনতে পান কর্মীরা। খাঁচার কাছে গিয়ে তাঁরা দেখতে পান, নিয়াক নামে একটি সিংহের সঙ্গে লড়াই করছে জুরি নামের সিংহীটি। চিড়ায়াখানার কর্মীরা তাদেরকে ছাড়ানোর চেষ্টা করলেও সফল হননি। নড়াচড়া বন্ধ না হওয়া পর্যন্ত নিয়াকের ঘাড় কামড়ে ধরে থাকে সিংহীটি। শ্বাসরুদ্ধ হয়ে নিয়াকের মৃত্যু হয় বলে চিড়িয়াখানার পশু চিকিৎসক জানিয়েছেন।
গত ৮ বছর ধরে একসঙ্গে বসবাস করছিল এই নিয়াক ও জুরি। ২০১৫ সালে তাদের ৩টি ছানাও হয়। এর আগে এত বছরেও নিয়াক এবং জুরির মধ্যে মারামারির কোনও ঘটনাও ঘটেনি। তাদের এমন আগ্রাসনও দেখেননি কর্মীরা। সোমবার তাদের মধ্যে কী কারণে সংঘাত বাধল, তার কুলকিনারা পাচ্ছেন না কেউই। তবে এমন একটি ঘটনায় তাঁরা মর্মাহত।
চিড়িয়াখানার কিউরেটর ডেভিড হাগানের কথায়, ‘চিড়িয়াখানার পশুদের সঙ্গে কর্মীদের একটি গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। তাদের যে কোনও ক্ষতিই তাই প্রতিটি কর্মীকে মর্মাহত করে। আমাদের কাছে এটা একটা পরিবারের মত।’ তিনি আরও জানান, নিয়াকের মৃত্যু যেন তাঁদের কাছে পরিবারের একজন চলে যাওয়াই। তবে কী কারণে জুরির মত ‘শান্তশিষ্ট’ সিংহী হঠাতই এমন আগ্রাসী হয়ে উঠল, তা নিয়ে বিস্মিত কর্তৃপক্ষ।