‘নেতাজিকে নিয়ে বিজেপি রাজনীতি শুরু করেছে। বড় মাপের মানুষ ছিলেন নেতাজি। বাংলায় এর কোনও প্রভাব পড়বে না।’ শ্রীভূমির প্রতিমা দর্শন করার পর এই মন্তব্য করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি। সন্ধের মুখে ইন্দ্রনীল সেনকে নিয়ে অভিষেক ঢোকেন শ্রীভূমিতে। সুজিত বসু তাঁদের স্বাগত জানান। চারদিকে তখন ভিড়। অনেকেই মোবাইলে অভিষেকের ছবি তুলতে ব্যস্ত। সুরুচিতে অভিষেকের সঙ্গে ছিলেন স্বরূপ বিশ্বাস।
শ্রীভূমি ছাড়াও অভিষেক গিয়েছিলেন চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘে। ডায়মন্ডহারবার এলাকায় এবার অভিষেক বহু পুজোর উদ্বোধন করেন। তাঁকে দেখার জন্য বিভিন্ন মণ্ডপে ভিড় ছিল লক্ষ্য করার মতো। শ্রীভূমির প্রতিমা ও মণ্ডপ দেখার পর সিবিআই সম্পর্কে সংবাদমাধ্যমকে অভিষেক বলেন, ‘চোর চোরকে ধরতে যাচ্ছে। সিবিআই আবার চোর ধরে, এটা হাস্যকর। সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে সুপ্রিম কোর্ট আগেই প্রশ্ন তুলেছিল। বিজেপি বড়লোক, তাই রথে চড়ে। আমরা পথে থাকি। রথে দেবতাদের মানায়। অন্যদের নয়’।
দুর্গাপুজোর পর এবার কালীপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। কলকাতায় কয়েকটি বড় কালীপুজোর সঙ্গে যুক্ত রয়েছেন তৃণমূলের নেতারা। কালীপুজোর পরেই ছটপুজো। মুখ্যমন্ত্রী ছাড়াও ছটপুজো অনুষ্ঠানে উপস্থিত থাকেন তৃণমূলের নেতারা। ছটপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে দলের কাজ।