চলতি বছরেই খুলে যাবে বিশ্বের প্রথম ‘শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম’-এর দরজা। চৈতন্য মহাপ্রভুর জীবনের নানা তথ্য নিয়ে তৈরি বাগবাজারের এই মিউজিয়ামটি উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন গৌড়ীয় মঠ মিশনের সন্ন্যাসীরা। মুখ্যমন্ত্রীর ব্যস্ততা রয়েছে। তবে তিনি উদ্বোধনের দিনক্ষণ দেখে সময় বের করার চেষ্টা করছেন।
মঠ কর্তৃপক্ষ নভেম্বরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের ১২ তারিখ পর্যন্ত বিশ্ববাসীর জন্য মিউজিয়ামের দরজা খুলে দিতে আগ্রহী। শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের স্থপতি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থাপত্যবিদ প্রয়াত গোপাল মিত্র। ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর মঠ চত্বরে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই মিউজিয়ামের শিলান্যাস করেছিলেন।
১২ কাঠা জমির মিউজিয়ামের চারতলা ভবনটি নির্মাণ হয়েছে। একতলায় চৈতন্যদেবের একটি বড় মূর্তি রয়েছে। সঙ্গে থাকছে গবেষণাকেন্দ্র। দোতলায় থাকছে একটি গ্রন্থাগার। সেখানে থাকবে সাড়ে ৫ হাজার বই। এছাড়া মহাপ্রভুর পাদুকা, তাঁর লেখা বই। থাকছে আলোধ্বনির ব্যবস্থায় ছবি, ঝাড়খণ্ডে যাওয়ার সময় বাঘ, ভালুক, হরিণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নৃত্য করেছিলেন সেই দৃশ্য। রয়েছে প্রাচীন পুঁথি, মহাপ্রভুর জীবনী, প্রখ্যাত চিত্রকার রথীন মিত্রর আঁকা ছবি। সেইসঙ্গে থাকছে আর্ট গ্যালারি। ২০০ জন বসতে পারেন এমন একটি সুন্দর অডিটোরিয়াম। সৌর আলোর পরিকল্পনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌরবিজ্ঞানী ড. শান্তিপদ গণচৌধুরি। ওএনজিসি এক্ষেত্রে সহায়তা করেছে।
১ নং উল্টোডাঙায় গৌড়ীয় মঠ মিশনের যাত্রা। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের ৫০৮ বছর আগে বরাহনগর থেকে গঙ্গার পাড় ধরে এসে বাগবাজারে বিশ্রাম নিয়েছিলেন। চৈতন্যদেবের দর্শন, চিন্তা, শিক্ষা নিয়ে বিশ্বে গবেষণা চলছে। সকল সম্প্রদায়ের মানুষকে তিনি নিজের করেছিলেন।
গৌড়ীয় মঠ মিশনের সেবা সচিব ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ বললেন, এই মঠ মিশনের প্রতিষ্ঠাতা ভক্তিসুন্দর সরস্বতী প্রভুপাদ। মিশনের ১০০ বছর পূর্ণ হল। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব ধরনের সহযোগিতা করেছেন। তাঁর চেষ্টায় কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে ৫ কোটি টাকা পেয়েছি। আমরা সন্ন্যাসীরা চাই কর্মযোগী, আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী এই মিউজিয়ামের দরজা খুলে দিন। তাঁর উন্নয়ন, মানবদরদি মনোভাব আপামর জনগণকে যেমন মুগ্ধ করেছেন, তেমনি করেছেন সাধু–সন্ন্যাসীদেরও। ১২ কোটি টাকা খরচ হয়েছে মিউজিয়াম নির্মাণে। লন্ডন, আমেরিকা, কানাডা, বাংলাদেশ থেকে ৪০০ জন প্রতিনিধি উদ্বোধনে আসবেন। আসবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ‘শ্রীচৈতন্য চেতনা’ পদযাত্রা শুরু হয়ে গেছে। ২৮ অক্টোবর সল্টলেকে এই পদযাত্রা হবে।