তারকাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ আগেই উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আবার উঠল সেই একই অভিযোগ। এবার বিজেপি এবং আরএসএসের নিশানায় দেশের সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অভিযোগ, সৌরভের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খুলে তা থেকে ধর্মীয় হিংসায় মদত যোগাচ্ছে বিজেপি।
ভুয়ো অ্যাকাউন্টটি ‘স্যর সৌরভ গাঙ্গুলি’র নামে। ১১ হাজারের বেশী ফলোয়ার আছে পেজে। যাবতীয় পোস্ট হিন্দীতে লেখা। তার মধ্যে বেশীরভাগই তীব্র ধর্মীয় উস্কানিমূলক। চলতি বছরেই সৌরভের নামে ইনস্টাগ্রামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখান থেকেও সাম্প্রদায়িক হিংসামূলক পোস্ট করা হত। শেষ পর্যন্ত বাধ্য হয়েই টুইটারে বিবৃতি দিয়ে ইনস্টাগ্রামে খোলা ফেক অ্যাকাউন্টের কথা জানিয়েছিলেন সৌরভ। বিশ্বাস করতেও বারণ করেছিলেন অনুরাগীদের। কিন্তু এবার টুইটারে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর একাধিক অভিযোগ আছে বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে। এই কারণে গ্রেপ্তারও হতে হয়েছিল বিজেপির আসানসোলের আইটি ইনচার্জ তরুণ সেনগুপ্তকে। ২০০২ সালের গুজরাত দাঙ্গার ছবি বাদুড়িয়ার বলে প্রচার করার অভিযোগ উঠেছিল বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে। তাই বিজেপির বিরুদ্ধে সৌরভের নামে ফেক অ্যাকাউন্ট খুলে ধর্মীয় হিংসায় মদত দেওয়ার অভিযোগে আশ্চর্য হচ্ছে না ওয়াকিবহাল মহল।