নিউজ পোর্টাল ‘দ্য কুইন্ট’-এর নয়ডার অফিস এবং পোর্টালটির মালিক তথা এডিটর ইন চিফ সাংবাদিক রাঘব বাহেলের বাড়িতে হানা দিল আয়কর আধিকারিকেরা। নিউজ পোর্টালের দফতরের একটি তলায় তল্লাশি চালানো হয়। পাশাপাশি ‘দ্য ক্যুইন্ট’-এর বেঙ্গালুরুর একটি অফিসেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। ‘দ্য ক্যুইন্ট’ সরকার বিরোধী সংবাদমাধ্যম বলেই পরিচিত। নানা মহলে প্রশ্ন উঠেছে, নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করার কারণেই কি বহুল পরিচিত পথ অবলম্বন করলো সরকার?
সংবাদ জগতের বড় অংশের মতে, নানা বিষয়ে গোপন তথ্য সংগ্রহ করে তদন্তমূলক সাংবাদিকতায় দাগ কাটতে শুরু করেছিল ‘দ্য কুইন্ট’। বিষয়টি মোদী সরকার ও শাসক দল বিজেপি-র পক্ষে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণেই সরকারি ক্ষমতা প্রয়োগ করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে। এদিকে, রাঘবের বাড়িতে তল্লাশির সময় তাঁর স্ত্রী ও বৃদ্ধা মা-কে একটি ঘরে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তাঁদের কারও সঙ্গে মোবাইলে কথা বলতে দেওয়া হয়নি। কুইন্টের প্রেসিডেন্ট ও এডিটোরিয়াল ডিরেক্টর সঞ্জয় পুগালিয়া সরকারের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ এনেছেন।
ঘটনার সময় দিল্লিতে ছিলেন না রাঘব। তল্লাশি ও আয়কর আধিকারিকদের আচরণের বিষয়ে সব তথ্য জেনে তিনি এডিটর্স গিল্ডকে পুরো বিষয়টি জানান। রাঘবের দাবি, তিনি নিজে ও তাঁর সংস্থা নিয়েম মেনে সমস্ত কর জমা দিয়েছেন। প্রয়োজনে প্রমাণ পেশ করতে পারেন। তা সত্ত্বেও এভাবে সংবাদমাধ্যমের দপ্তরে ঢুকে আয়কর ছাড়াও সংবাদ-সংক্রান্ত অন্য বহু গোপন নথি সংগ্রহ করার অধিকার সরকারি আধিকারিকদের নেই। এই ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ করতে চলেছেন, যাতে ভবিষ্যতে সংবাদমাধ্যমকে অহেতুক হেনস্থা করার আগে কয়েকবার ভাবে সরকার।
এই ঘটনার প্রেক্ষিতে এডিটরস গিল্ডের তরফে দেওয়া প্রতিক্রিয়ায় বলা হয়েছে, যদি সংবাদমাধ্যমের কন্ঠরোধ করতে ও বিরুদ্ধ মত চাপা দিতে পরিকল্পনা করে সরকারের তরফে এই কাজ করা হয়ে থাকে তাবে তা অত্যন্ত নিন্দাজনক। অবিলম্বে তা বন্ধ হওয়া উচিত। তবে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ইনকাম ট্যাক্স আধিকারিকরা জানিয়েছেন, কর ফাঁকি আটকাতে তাঁরা এই রেইড করেছেন, আরও বেশ কিছু জায়গায় তল্লাশি করা হতে পারে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, সরকার সাংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু কোনও সংবাদমাধ্যম কর ফাঁকি দিলে তাকে জবাব দিতেই হবে।
মিডিয়া ব্যারন রাঘবের পাশে দাঁড়িয়েছেন এডিটর্স গিল্ড ও দেশের খ্যাতনামা সাংবাদিকরা। টুইট করে আয়কর বিভাগের আধিকারিকদের এই অভিযানের নিন্দা করেছেন সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা, শেখর গুপ্তা, আশুতোষ, রবিশ কুমার, এম কে বেণু, অরুণোদয় প্রকাশ, পুনম আগরওয়াল, কবীর তানেজা। এ ছাড়াও কড়া নিন্দা করেছেন প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদবরা।